রাজ্য

Falakata | খুদেদের বিনামূল্যে চারা বিলি করেন গাছকাকু, পড়ুয়াদের সবুজের গুরুত্ব বোঝাতে উদ্যোগ ঈশ্বরের

ফালাকাটা: ছোটরা ফুলের ভাষা বোঝে। ওদের কাছে পৃথিবীকে সবুজ করার দায়িত্ব অনায়াসে দেওয়া যেতে পারে। এই কথায় মনেপ্রাণে বিশ্বাস করেন ঈশ্বর রায়। সবুজের গুরুত্ব বোঝাতেই তাই দীর্ঘ ২৫ বছর ধরে পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে চারাগাছ বিলি করছেন ঈশ্বর। সেই ছোটরা অবশ্য সবাই তাঁর নাম জানে না। তাঁদের মাঝে তিনি পরিচিত গাছকাকু নামেই। ঈশ্বরের পেশাও কিন্তু গাছের সঙ্গেই জড়িয়ে। বড়দের কাছে তিনি চারা বিক্রি করেন। আর ছোটদের কাছে তিনি গাছ বিলি করেন। সেইসঙ্গে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থাকেও চারাগাছ বিলি করেন।

ফালাকাটা হাইস্কুলের সামনে ফুটপাথে বসে পরিবেশ রক্ষার পাঠ দিচ্ছেন তিনি। চারাগাছ বিক্রি করে সামান্য যা আয় হয় তা দিয়েই চালান সংসার। বাড়ি ফালাকাটা শহর সংলগ্ন ভুটানিরঘাটে। তবে দীর্ঘ ৪০ বছর ধরে ফালাকাটা শহরের হাইস্কুলের সামনে তিনি চারাগাছ বিক্রির পাশাপাশি পরিবেশ রক্ষার পাঠও দিয়ে চলছেন। পাশাপাশি নিত্যনতুন বৈচিত্র্যের ফুল চাষ করে কৃষকদের আয়ের দিশাও দেখাচ্ছেন তিনি।

১৯৮৩ সালে প্রথম ফুল চাষ করে সাফল্য পান তিনি। সেই সময়ই এলাকায় ফুলচাষি বলে তিনি প্রথম পরিচিতি লাভ করেন। এরপরে তাঁর নাম এলাকায় ছড়িয়ে পড়ে। একটা সময় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে তাঁর বাগানে নিয়ে আসা হত। সেই পড়ুয়াদের কথা চিন্তা করেই ঈশ্বর ১৯৯০ সালে ঠ্যালায় করে ফালাকাটা শহরে ফুল গাছ বিক্রি ও বিলি করা শুরু করেন। পড়ুয়ারা আকৃষ্ট হয়। সেই শুরু। তখন থেকে এখনও নিয়মিত তিনি পড়ুয়াদের হাতে চারাগাছ বিনামূল্যে তুলে দিচ্ছেন। কোন গাছ কীভাবে লাগাতে হবে, গাছের পরিচর্যা কীভাবে করতে হবে সেসবও তিনি ছাত্রছাত্রীদের বোঝাচ্ছেন।

ঈশ্বরের কথায়, ‘প্রকৃতিকে বাঁচাতে গেলে পড়ুয়াদেরই এগিয়ে আসতে হবে। আমি তাই ওদের চারাগাছ দিই, আর পরামর্শ দিই যত্ন করে চারাগাছ লাগাতে।’ এখনও পর্যন্ত কয়েক লক্ষ চারাগাছ বিনামূল্যে বিলি করেছেন তিনি। তাঁর সাজানো বাগানে এখনও আসেন কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে কৃষি বিজ্ঞানীরাও। ঈশ্বরের দাবি, এমনকি তাঁরা নিয়মিত তাঁর থেকে পরামর্শও নেন। ফালাকাটা সহ গোটা ডুয়ার্সে এখন তাঁর নামডাক ছড়িয়ে পড়েছে। তাই বহু জায়গা থেকে সাধারণ মানুষ, প্রকৃতিপ্রেমীরাও ঈশ্বরের কাছে আসেন। গাছ নিয়ে, গাছের দেখভাল নিয়ে পরামর্শ নেন।

ফালাকাটা টাউন ক্লাবের সম্পাদক নিতাই সেন বলেন, ‘ঈশ্বরবাবু প্রকৃতই একজন গাছপ্রেমী। তিনি আমাদের ক্লাবে বিনামূল্যে অনেক গাছ বিতরণ করেছেন।’ আর তাঁর এই নিরলস কর্মকাণ্ড নিয়ে ঈশ্বর কী বলছেন? বলছেন, ‘পড়ুয়াদের সঙ্গে সঙ্গে আমার দেওয়া গাছগুলিও বড় হয়ে উঠছে। এটাই আমার কাছে তৃপ্তির।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Vikrant Massey | ভালবাসেন রবীন্দ্র সঙ্গীত, ঝরঝরে বাংলায় কথা বলে মন জিতলেন ভিক্রান্ত ম্যাসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সবাই কেমন আছ, বাড়িতে সবাই ভালো তো!’ ঝরঝরে বাংলায় উপস্থিত সকলের…

11 mins ago

Gang rape | নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে, গর্ভবতী কিশোরী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাদক মেশানো পানীয় খাইয়ে ১২ বছরের নাবালিকাকে অপহরণের করে গণধর্ষণের (Gang…

15 mins ago

ত্বকের জেল্লা ফেরাতে মুখে ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ, রইল টিপস…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ত্বকের জেল্লা বৃদ্ধি করতে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার। আয়ুর্বেদেও কাঁচা…

22 mins ago

দুপুরের ভোজে ডিম-আলু দিয়ে বানাতে পারেন পাতুরি, জানুন রেসিপি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির হেঁশেলে সাধারণত ইলিশ, চিংড়ি, মুরগি বাঁ মাছের তেলের পাতুরি হয়ে…

34 mins ago

Fulbari | অফিস থেকে থেকে তথ্য লোপাটের অভিযোগ, শোরগোল পঞ্চায়েতে

শিলিগুড়ি: গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তথ্য লোপাটের অভিযোগ। অভিযোগের আঙুল ফুলবাড়ি-১ (Fulbari) গ্রাম পঞ্চায়েত সদ্য…

37 mins ago

WB Assembly | শপথ জট কাটাতে বিকল্প ভাবনা স্পিকারের, শুক্রে বিধানসভায় বিশেষ অধিবেশনের ডাক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য জয়ী দুই বিধায়কের শপথ জট কাটার সম্ভাবনা নিয়ে শুক্রবার বিধানসভায়…

48 mins ago

This website uses cookies.