জাতীয়

প্রেমিকের সামনে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩ ছাত্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সামনে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন কলেজ ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুরের একটি কলেজ ক্যাম্পাসে। ওই দলিত সম্প্রদায়ের নাবালিকার প্রেমিকের সামনে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্তদের নাম সমন্দর সিংহ, ধর্মপাল সিংহ ও ভাতম সিংহ। অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। টুইট করে তিনি লিখেছেন, ‘আমাদের মেয়েরা নিরাপত্তা এবং সম্মানের যোগ্য। ধর্ষণের ঘটনা আসলে সভ্য সমাজের কলঙ্ক।’ এছাড়া টুইটের মাধ্যমে বিজেপিকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,   ওই নাবালিকা ও তাঁর প্রেমিক শনিবার আজমের থেকে পালিয়ে যায়। সেদিন রাতে জোধপুর বাসস্ট্যান্ডে পৌঁছোয় তাঁরা। রাত কাটানোর জন্য একটি অতিথি নিবাসে যায় দু’জনে। কিন্তু ওই অতিথি নিবাসের কর্মী নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। তারপর সেখান থেকে বেরিয়ে যায় দু’জনে। নাবালিকা এবং তাঁর প্রেমিক যখন অতিথি নিবাসের বাইরে দাঁড়িয়েছিল, তখন তাদের সঙ্গে পরিচয় হয় অভিযুক্তদের। থাকা, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁদের জোধপুরের একটি কলেজের ক্যাম্পাসে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে নাবালিকার প্রেমিককে প্রথমে মারধর করে। এরপর নাবালিকাকে গণধর্ষণ করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। সেখানে প্রাতর্ভ্রমণে আসা কয়েকজন তাঁদের আহত অবস্থায় উদ্ধার পুলিশকে খবর দেন। অভিযোগের ভিত্তিতে তল্লাশি করে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Kalyan Banerjee | ‘১ লক্ষ ভোটে হারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়’, এমন পোস্টার ঘিরে উত্তেজনা শ্রীরামপুরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে শ্রীরামপুরে পোস্টার ঘিরে উত্তেজনা। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য…

7 mins ago

Gyanvapi | বারাণসীতে চোরাস্রোতের নাম জ্ঞানবাপী

রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: গুগল ব্যাপারটাকে গুলিয়ে রহস্যময় করে তুলেছে আরও। গুগল ম্যাপে সার্চ করলে আর…

11 mins ago

উৎসব কই, বড় অসহ্য নির্বাচনের পরিবেশটা

গৌতম সরকার দিন যে আমার কাটে না রে...। কী যে যন্ত্রণা! কোথাও ভোট হয়ে গিয়েছে।…

1 hour ago

যে শালিক মরে যায় কুয়াশায়, সে তো আর…

দ্যুতিমান ভট্টাচার্য সকালে এক শালিক দেখা মানেই বুক দুরুদুরু! এই রে দিনটা খারাপ হতে চলেছে!…

2 hours ago

আবেগের ভক্তিরস বনাম দারিদ্র্য

রূপায়ণ ভট্টাচার্য মন্দিরের মতো দেখতে রাজকীয় অযোধ্যা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি কাঠবেড়ালির…

2 hours ago

Supreme court | উপাচার্য নিয়োগে রাজনীতি বরদাস্ত নয়, বোসকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উপাচার্য নিয়োগ নিয়ে রাজনীতি বরদাস্ত নয়। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।…

2 hours ago

This website uses cookies.