বিপ্লব হালদার, গঙ্গারামপুর: ন্যায্যমূল্যের র্যাশন দোকানে কেরোসিন তেলের দাম বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নীলডাঙ্গায়। ঘটনার প্রতিবাদে র্যাশন দোকানের সামনে বিক্ষোভ দেখান উপভোক্তারা। দোকান মালিক অঞ্জলি ব্যাপারী মণ্ডল অভিযোগ নাকচ করে বলেন, ‘অনেক সময় দামের হেরফের হয়। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এমনটা আর কোনওদিন হবে না।’
এলাকার বাসিন্দাদের অভিযোগ, কেরোসিন তেলের ন্যায্যমূল্য ৬১ টাকা ৮৩ পয়সা। অথচ তাঁদের কাছ থেকে প্রতি লিটার কেরোসিনের দাম ৭০ টাকা নেওয়া হচ্ছিল। কয়েকজন গ্রাহকের সন্দেহে হলে তাঁরা সরকার নির্ধারিত কেরোসিন তেলের দাম দেখতে চান। এতে দোকান মালিক আপত্তি জানান। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। এলাকার বাসিন্দা সঞ্জীব প্রামাণিক বলেন, ‘গত ২৮ এপ্রিল থেকে ন্যায্যমূল্য থেকে কেরোসিনের দাম বেশি নেওয়া হচ্ছে। বিষয়টি প্রশাসনের দেখা দরকার।’
এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল জানালেন, বিষয়টি নজরে এসেছে। পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বাস দেন।