গঙ্গারামপুরঃ নাকা তল্লাশিতে নেমে ৬ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিরামপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একাধিক ধারাল অস্ত্র। এই ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় হরিরামপুর সহ গঙ্গারামপুর মহকুমা এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টা নাগাদ, হরিরামপুর হসপিটাল মোড়ে নাকা চেকিং করছিলেন হরিরামপুর থানার এএসআই সহ পাঁচ জন পুলিশ কর্মী। ঠিক সেইসময় দৌলতপুর থেকে হরিরামপুরের দিকে আসা একটি গাড়িকে দাঁড় পুলিশ। গাড়িতে থাকা যাত্রীদের দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি শুরু করে কর্তব্যরত পুলিশ। তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ি থেকে উদ্ধার করে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি নকল বন্ধুক, তালা ভাঙার উপকরণ, চাকু, লাঠি, দড়ি, লঙ্কার গুড়ো, সহ আরও বিভিন্ন সামগ্রী। এরপরেই পুলিশ গাড়িতে থাকা ৬ যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন জাকারিয়া সিদ্দিকী, সত্যেন মাহাতো, কর্ণ মাহাতো, কৌশিক মাহাতো, জগন্নাথ ঠাকুর, শুভজিৎ মাহাতো। ধৃতরা প্রত্যেকেই মালদা জেলার গাজোল এলাকার বাসিন্দা। পুলিশের সন্দেহ ডাকাতি বা অন্য কোনও দুষ্কৃতীমূলক কার্যকলাপ করার উদ্দেশেই এরা বেরিয়েছিল রাতের অন্ধকারে। ধৃতদের হেপাজতে থাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে হরিরামপুর থানা। ধৃতদের বিরুদ্ধে হরিরামপুর থানায় স্বতঃপ্রণোদিত মামলার রুজু করবার পাশাপাশি ধৃতদের সাত দিনের পুলিশি হেপাজত চেয়ে শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করেছে হরিরামপুর থানার পুলিশ।