গঙ্গারামপুর: গঙ্গারামপুর স্টেডিয়ামে (Gangarampur Stadium) বৈদ্যুতিক আলো থাকলেও জ্বলে না। সন্ধ্যা হলেই স্টেডিয়াম ঘন অন্ধকারে ডুবে যায়। সুযোগের সদ্ব্যবহার করে সমাজবিরোধীরা। সন্ধ্যা হলেই সেখানে বসে মদ্যপানের আসর। আনাগোনা বেড়ে যায় সমাজবিরোধীদের।
শহরের বাসিন্দা সুজয় বসাক বলেন, ‘মাঝেমধ্যেই আমরা বিকেলে গঙ্গারামপুর (Gangarampur) স্টেডিয়ামে শরীরচর্চার জন্য যাই। আগে গ্যালারি চত্বরে সরকারি ব্যবস্থাপনায় আলোর ব্যবস্থা করা হয়েছিল। বেশ কিছুদিন তা বন্ধ থাকায় সন্ধ্যার পরে এই এলাকা অন্ধকারে ডুবে যায়। সুযোগ কাজে লাগিয়ে সেখানে চলে মদ্যপানের আসর। দ্রুত বৈদ্যুতিক আলোকবাতি সক্রিয় না হলে এইসব অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে না।’ একই অভিযোগ স্থানীয় বাসিন্দা অরূপ দাস এবং অধ্যাপক ডঃ অভিজিৎ সরকারের। পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার বিশ্বজিৎ মুর্মু বলেন, ‘স্টেডিয়ামে আলোর ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হবে।’
প্রসঙ্গত, ক্রীড়াক্ষেত্রে গঙ্গারামপুরের প্রসার ঘটাতে বাম আমলে তৈরি হয়েছিল এই স্টেডিয়াম। পরবর্তীতে বর্তমান শাসকদল স্টেডিয়ামে একটি গ্যালারি তৈরির উদ্যোগ নেয়। স্টেডিয়ামের বিস্তীর্ণ অংশের পরিকাঠামোগত উন্নয়ন হলেও সম্প্রতি বেশ কিছুদিন ধরে এই এলাকায় বৈদ্যুতিক আলোকস্তম্ভগুলি নিষ্ক্রিয় হয়ে রয়েছে।