গঙ্গারামপুর: দীর্ঘদিন ধরে বন্ধ প্রয়োজনীয় সংস্কার। ফলে বেহাল দশায় পড়ে রয়েছে কালীতলা শিশু পার্ক। ভেঙে পড়েছে পার্কের প্রাচীরের প্রায় সিংহভাগ। ফলে পার্কে যে-কোনওসময় সাধারণ মানুষের অবাধ যাতায়াত শুরু হয়েছে। শিশুদের পার্কে মাঝেমধ্যেই মিলছে মদের বোতল। পাশাপাশি পার্কে শিশু খেলার সামগ্রীগুলি অত্যন্ত বেহাল দশায় পড়ে রয়েছে। এমতাবস্থায় অবিলম্বে প্রয়োজনীয় সংস্কারের দাবি তুললেন শহরবাসী।
গঙ্গারামপুরে নগরায়ন যেমন বাড়ছে, সেইসঙ্গে পাল্লা দিয়ে কমছে উন্মুক্ত স্থান। ফলে শিশুদের খেলাধুলো করবার পরিসর ক্রমশ কমে আসছে। ২০০৪ সালে গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালীতলায় পুনর্ভবা নদীর পাশে শিশুদের পার্কটি গড়ে তোলা হয়। খুব অল্প সময়ের মধ্যেই শিশু উদ্যানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। তবে তারপরে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে শিশু পার্কটির অবস্থা অত্যন্ত শোচনীয়।
এবিষয়ে স্থানীয় এক অভিভাবিকা পম্পা মণ্ডল জানান, ‘আমাদের বাড়ির চারপাশে কোনও মাঠ নেই। তাই রবিবার সহ অন্য ছুটির দিনে বাচ্চাকে শিশু পার্কে নিয়ে আসি। কিন্তু বাচ্চারা এখানে খুব একটা নিরাপদ নয়।’
আরেক বাসিন্দা রতন সূত্রধরের বক্তব্য, ‘শিশু পার্কের সীমানা প্রাচীর ভয়ংকরভাবে ভেঙে পড়েছে। ফলে রাতের অন্ধকারে এখানে মদ্যপানের মতন ঘটনাও ঘটছে। ফলত, মাঝেমধ্যে পার্কে মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। দ্রুত সংস্কার প্রয়োজন।’ আগামীতে কালীতলা শিশু পার্কের প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে গঙ্গারামপুর পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।