গঙ্গারামপুর: বাংলা বছরের প্রথম দিনেই ধান খেত থেকে উদ্ধার হল যুবকের পচাগলা দেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম রহিত রায় (৩২)। এদিন সকালে দেহটি উদ্ধার হয়েছে সুকদেবপুর লেবুতলায়। দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃত যুবক পেশায় পরযায়ী শ্রমিক। তিনি কুশমন্ডি থানার শিকারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। স্ত্রী ও দুই মেয়ে বেশ ভালো ভাবে সংসার কাটছিল রহিতের। কিন্তু প্রায় দুই বছর আগে তাঁর স্ত্রী পরপুরুষের হাত ধরে ঘর ছাড়ে। স্ত্রী মেয়েদের রেখে পালিয়ে যাবার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন যুবক। মাদকাসক্ত হয়ে পড়ে। প্রতিদিনের মত গত রবিবারও বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলেও কোথাও খুঁজে পায়নি। মঙ্গলবার বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দুরে গঙ্গারামপুর থানার সুকদেবপুর লেবুতলা এলাকায় ধানখেতে যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ। কীভাবে যুবকের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।