গঙ্গারামপুর: আগ্নেয়াস্ত্র (Firearms) সহ এক যুবককে গ্রেপ্তার (Arrest) করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রবিউল মিঁয়া। গঙ্গারামপুর (Gangarampur) থানার ফুলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র থাকার খবর ছিল। সেইমতো এদিন আইসি শান্তনু মিত্রের তৎপরতায় ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে রবিউলকে আটক করে তল্লাশি শুরু করে। তল্লাশিতে বেরিয়ে আসে একটি আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্রর কোনও লাইসেন্স দেখাতে না পারায় পরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। ঘটনার তদন্ত চলছে।