কলকাতা: আগামীকাল মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করেছেন সাধুসন্ত, পুণ্যার্থীরা। এদিকে করোনা পরিস্থিতিতে ভিড় নিয়ে বাড়ছে উদ্বেগ।
আরও পড়ুনঃ হরিদ্বারে বাতিল মকর সংক্রান্তির স্নান, জারি নাইট কার্ফিউ
গতকাল বাবুঘাটে ছিল পুণ্যার্থীদের থিকথিকে ভিড়। মাস্ক পরা বা কোভিডবিধি মানা নিয়ে মাইকে সচেতন করা হচ্ছে। কালীঘাট মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। অনেকেই কোভিডবিধি মানছেন না। গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে কাকদ্বীপেও ধরা পড়ল করোনাবিধি লঙ্ঘনের ছবি। সিংহভাগের মুখে মাস্ক থাকলেও, সামাজিক দূরত্ববিধির বালাই নেই।
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলার ওপর নজর রাখতে নতুন কমিটি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছেন, গঙ্গাসাগরে করোনাবিধি মানার ওপর জোর দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ যাতে না ছড়ায়, সেটা নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন। একেতেই করোনার চোখ রাঙানি, তার ওপর গঙ্গাসাগরে যাওয়া নিয়ে ভিড়, সবমিলিয়ে কোভিড(COVID) সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে।
আরও পড়ুনঃ গঙ্গাসাগরে যাওয়ার পথে ভিড়, কোভিড নিয়ে বাড়ছে উদ্বেগ