শিলিগুড়িঃ বিহার থেকে এসে মাটিগাড়া এলাকায় রমরমা গাঁজার কারবার চালাচ্ছিলেন এক মহিলা। নজর এড়ায়নি পুলিশের। বুধবার দুপুরে মাটিগাড়া থানা এলাকার শুঁটকি গোডাউন লাগোয়া একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণে গাঁজা। আর এই কারবারে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয় বিহারের এক মহিলাকে।
জানা গিয়েছে, বিহারের মোতিহারির বাসিন্দা এক মহিলা গত প্রায় এক বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে বসাবাস করছিল মাটিগাড়ার শুঁটকি গোডাউন এলাকায়। গোপনসূত্রে পুলিশ খবর পায়, বিহারের এই মহিলা গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত। এই খবর পাওয়ার পরই বুধবার দুপুরে মাটিগাড়া পুলিশের অ্যান্টি ক্রাইম উইং হানা দেয় মহিলার ভাড়াবাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় ২৮ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে। ধৃতকে বৃহস্পতিবার তোলা হবে শিলিগুড়ি মহকুমা আদালতে। এই অবৈধ কারবারের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।