কিশনগঞ্জঃ নেপালে পাচারের পথে ফের প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার বিহারের সীমান্তবর্তী এলাকায়। গতকাল বিহারের ফড়িংগোলা এলাকায় উদ্ধার হয়েছিল ১৫০ কেজি গাঁজা। আর এদিন উদ্ধার হয় বিহারের আরারিয়ার নরপতগঞ্জ থানার অধীন নেপাল সীমান্তবর্তী পলাশী গ্রাম থেকে।
জানা গিয়েছে, গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নেপাল সীমান্তবর্তী বিহারের আরারিয়ার পলাশী গ্রামে যৌথ অভিযান চালায় এসএসবি ও নরপতগঞ্জ থানার পুলিশ। সেখানে একটি সন্দেভাজন গাড়িকে আটক করে যৌথ বাহিনী। পুলিশ দেখেই গাড়ির চালক গাড়ি ফেলেই পালিয়ে যায়। আর এতেই সন্দেহ আরও বেড়ে যায়। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ও এসএসবি জওয়ানরা উদ্ধার করে প্রচুর পরিমানে গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার পরিমান ৩২৭ কেজি। যার বাজারদর আনুমানিক ১ কোটি ৮৬ লক্ষ টাকা। গাঁজা পাচারে ব্যবহৃত গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান উত্তরবঙ্গের কোচবিহার থেকে এনে নেপালে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। বাজেয়াপ্ত করা গাড়ির মালিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, শনিবারই কিশনগঞ্জের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কের ফড়িংগোলা আবগারি চেকপোস্টে একটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১৫০ কেজি গাঁজা।
অপরদিকে শনিবার রাতেই কিশনগঞ্জের আবগারি দপ্তরের কর্মীরা কিশনগঞ্জের চাকলা খান চকে একটি গাড়ি থেকে ৯৬ লিটার বিদেশি মদ উদ্ধার করে। এই ঘটনায় একজন মদ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মদ পাচারে ব্যবহৃত গাড়িতে একটি বিশেষ রাজনৈতিক দলের পতাকা লাগানো ছিল। জেলার আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার জানান, এই মদ উত্তরবঙ্গের বিধাননগর থেকে বিহারের মধেপুরায় পাচার করা হচ্ছিল। রবিবার ধৃতকে কিশনগঞ্জ আদালতের নির্দেশে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।