চালসা: বেহাল অবস্থায় পড়ে রয়েছে চালসা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিক, মদের বোতল সহ অন্যান্য নোংরা। এর ফলে যেমন পরিবেশ দূষিত হচ্ছে তেমনি ভিউ পয়েন্টটি নোংরা থাকায় ক্ষুব্ধ সেখানে ঘুরতে আসা পর্যটকরাও। চালসা-মেটেলি রাজ্য সড়কের পাশে পাহাড়ি এলাকায় রয়েছে পূর্ত বিভাগের ওই ভিউ পয়েন্ট। সেখান থেকে পুরো চালসা দেখা যায়। রোজ স্থানীয় ও বহিরাগত বহু মানুষ আসেন ওই এলাকায়। ভিউ পয়েন্টের ভিতরে রয়েছে বসার জায়গাও। অনেকেই বাইরে থেকে খাবার নিয়ে এসে সেখানে বসে খান ও খাওয়ার পর যাবতীয় নোংরা সেখানেই ফেলে চলে যান। দিনের পর দিন নোংরা আবর্জনা জমতে জমতে তা স্তূপে পরিণত হয়েছে। চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকারের বক্তব্য, কিছু অসচেতন মানুষ ভিউ পয়েন্টে মদের বোতল সহ নোংরা ফেলছেন। বোতলের ভাঙা কাচে শিশুদের আহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। পরিবেশও দূষিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চালসার মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভুজেল।
আরও পড়ুন : ফের চালু হল ট্রেন, সরস্বতী পুজোর আগে ব্যস্ততা তুঙ্গে রায়গঞ্জের মৃৎশিল্পীদের