নাগরাকাটা: বর্ষসেরা শ্রমিকদের পুরস্কৃত করল বানারহাটের মোগলকাটা চা বাগান কর্তৃপক্ষ। শুক্রবার রাতে বাগানের অফিস প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে কর্মদক্ষতার নিরিখে ২০২১ সালের মোট ২৩ জন শ্রমিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ নিয়ে সেখানে এবার অষ্টম বর্ষের ওই অনুষ্ঠানটির আয়োজন করা হল। মোগলকাটার দু’টি ডিভিশনের শ্রমিকদেরই হাতে আলাদা করে পুরস্কার তুলে দেওয়া হয়। ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, ‘শ্রমিকদের উদ্বুদ্ধ করার জন্যই এমন প্রয়াস। এতে তাঁদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়বে বলেই মনে করি। পাশাপাশি বাগানের তরফে ভালো কাজের স্বীকৃতি প্রদানও বটে।’
মোগলকাটাতে ২০২১ সালে সবচেয়ে বেশি পরিমাণ কাঁচা চা পাতা তুলে এবার নজির সৃষ্টি করেছেন দু’টি ডিভিশনের দুই শ্রমিক সুখাইন ওরাওঁ ও মালতি ওরাওঁ। তাঁরা প্রথম পুরস্কার পান। এদিন অন্য যে শ্রমিকদের কাঁচা পাতা তোলার পরিমাণের ওপর পুরস্কৃত করা হয় তাঁরা হলেন যথাক্রমে সানঝো ওরাওঁ, হেমন্তি মিঞ্জ ওরাওঁ, তারসেসিয়া ওরাওঁ ও ফাগি ওরাওঁ। সবচেয়ে বেশিদিন কাজে উপস্থিত থাকার জন্য পুরস্কার পান কমলা ওরাওঁ নামে এক শ্রমিক। এছাড়াও বাগানে এবারের সেরা সর্দার, বৈদার, পানিওয়ালা, চৌকিদার, ফ্যাক্টরি ওয়ার্কার, ইলেক্ট্রিশিয়ানদেরও পুরস্কার দেন ম্যানেজার। তাঁদের কারও হাতে দামি কম্বল আবার কাউকে হাতঘড়ি বা বাসনপত্রর মতো নানা ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial