লন্ডন: ইউরো ফাইনাল শেষ হয়েছে ৪৮ ঘণ্টাও হয়নি। মঙ্গলবার ইংল্যান্ডের কোচের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন গ্যারেথ সাউথগেট।
টানা দ্বিতীয়বার ইউরো ফাইনালে উঠেও ব্যর্থ কোচকে সরানোর দাবি ওঠে ব্রিটিশ ফুটবলমহলে। যদিও তাঁকে এখনই সরাতে নারাজ ছিল ব্রিটিশ ফুটবল সংস্থা। কর্তাদের ইচ্ছা ছিল চুক্তির মেয়াদকাল ডিসেম্বর মাস পর্যন্ত দায়িত্বে থাকুক সাউথগেট। কিন্তু তার আগে নিজেই সরে দাঁড়ালেন ৫৩ বছর বয়সি ব্রিটিশ কোচ।
পদত্যাগের কথা জানানোর বার্তায় সাউথগেট বলেন, ‘আমি এক গর্বিত ব্রিটিশ। দেশের জার্সিতে খেলা ও পরে কোচিং করানো আমার জীবনের সেরা। নিজের সবটুকু দিয়ে দেশের সেবা করার চেষ্টা করেছি। এবার বদলের সময় এসে গিয়েছে। নতুন অধ্যায় লেখার পালা। বার্লিনে স্পেনের বিরুদ্ধে ইউরো ফাইনালই ইংল্যান্ডের কোচ হিসাবে আমার শেষ ম্যাচ ছিল।’
ইংল্যান্ডের পরের চ্যালেঞ্জ সেপ্টেম্বরে হতে চলা নেশনস লিগ। তার আগে সাউথগেটের উত্তরসূরি হিসাবে কয়েকজনকে শর্টলিস্ট করা হয়েছে বলে খবর। ইংল্যান্ডে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে, এমন কাউকে দায়িত্ব দিতে চাইছে বোর্ড। এর নিরিখে লিভারপুলের প্রাক্তন কোচ জুরগেন ক্লপ, চেলসি ও টটেনহ্যাম হটস্পারে কোচিং করানো মৌরিসিও পোচেত্তিনি, চেলসির দায়িত্বে থাকা টমাস টুচেল, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ও চেলসির একসময়ের কোচ গ্রাহাম পটার ও নিউক্যাসেল ইউনাইটেডের বর্তমান কোচ এডি হাউয়ির নাম শোনা যাচ্ছে। প্রধান কোচ নিয়োগের আগে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেতে পারেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের কোচ লি কার্সলে।