নাগরাকাটা: গরুমারা জাতীয় উদ্যানে (Gorumara National Park) গন্ডার শিকারের (Rhino) পরিকল্পনা! বনদপ্তরের (Forest Department) কাছে পৌঁছল গোয়েন্দা বিভাগের চাঞ্চল্যকর রিপোর্ট। রিপোর্ট সামনে আসতেই শোরগোল গরুমারাতে।
পরিকল্পনা করে গরুমারা জাতীয় উদ্যানে শিকার করা হবে গন্ডার। গোয়েন্দা বিভাগের তরফে এমনই রিপোর্ট এসেছে গরুমারা বন্যপ্রাণ ডিভিশনের কাছে। রিপোর্ট হাতে পেতেই নড়েচড়ে বসেছে বনকর্তারা। বুধবার সকালে ৮ টি গাড়ি নিয়ে জাতীয় উদ্যান সংলগ্ন নানান এলাকা চষে বেড়ালেন শীর্ষ বনকর্তারা। রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ট্যাক্সিস্ট্যান্ড, জঙ্গল লাগোয়া এলাকাতেও চলল কঠোর নজরদারি।
এদিন নাগরাকাটার খুনিয়া মোড় থেকে শুরু করে ছাড়টন্ডু বস্তি, মেচ বস্তি, ডাঙ্গাপাড়া, হাজী পাড়া সহ নানান এলাকায় কার্যত চষে বেড়ালেন গরুমারা বন্যপ্রাণ শাখার ডিএফও দ্বিজপ্রতিম সেন এবং তাঁর টিম। নজরদারির পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁরা কথাও বলেন। বন দপ্তরের তরফে জানান হয়েছে, শুধু আজই নয়, লাগতার এভাবেই চোরা শিকারীদের ধরতে তল্লাশি চালানো হবে।