চালসাঃ গত ৩ মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল গুলি। ফের পর্যটকেরা ডুয়ার্সের জাতীয় উদ্যানে করতে পারবে কার সাফারি ও হাতি সাফারি। এডিএফও রাজীব দে জানান, ১৬ সেপ্টেম্বর পর্যটকরা কার সাফারিতে গরুমারার বিভিন্ন নজর মিনারে যেতে পারবেন। পর্যটকদের জঙ্গলে নিয়ে যাওয়ার গাড়ি গুলো চলাচলের উপযুক্ত আছে কিনা, সেগুলোর পরীক্ষানিরীক্ষা চলছে।