মানিকচক: একেই বলে ‘গোদের উপর বিষফোঁড়া’। গত বাইশ দিন ধরে জলমগ্ন গোটা এলাকা,আশ্রয়ের খোঁজে বাঁধের উপর কোনরকমে ত্রিপলের নিচে দিন কাটাচ্ছিল পরিবারটি। সেখানেই ঘটল বিপত্তি। গ্যাসের পাইপে আগুন লেগে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ সহ দুই শিশু। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মানিকচকের ভুতনি উত্তর চন্ডিপুরের অশোকনগর কলোনী বাঁধ এলাকায়।
স্থানীয় সূত্রে গেছে, কেশরপুর বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঢুকে প্লাবিত হয় অশোকনগর, চম্পানগর সহ উত্তর চন্ডিপুরের বিস্তীর্ণ এলাকা। বিগত ২২ দিন ধরে গোটা এলাকা জলমগ্ন হওয়ায়, অশোকনগর কলোনির কাছে বাঁধে আশ্রয় নিয়েছিল শেখ আব্দুলের পরিবার। রবিবার রাতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লাগে। নিমেষে আগুন লেগে যায় ত্রিপলে। সেই সময় ছাউনির ভেতরে শুয়েছিল আব্দুলের দুই মেয়ে। একজনের বয়স ২ বছর এবং আরেক মেয়ের বয়স ৬ মাস। আগুনের লেলিহান শিখায় গুরুতর আহত হয় দুই শিশু। শিশুদের বাঁচাতে এসে আগুনে পুড়ে গুরুতর আহত হন আব্দুলের বাবা নাইমুর শেখও(৬০)। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আহত দুই শিশুকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
অন্যদিকে, গোটা ঘটনায় রীতিমত আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধের উপর আশ্রয় নেওয়া পরিবারগুলি।