মুম্বই: প্রবল সমালোচনার মুখে সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে (Gauri Lankesh Murder Case) অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকরের ‘দলীয় দায়িত্ব’ খারিজ করলেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। তবে তাঁকে শিবসেনা থেকে বহিষ্কার করা হয়েছে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রবিবার দলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীকান্ত পাঙ্গারকরের (Shrikant Pangarkar) জেলাস্তরের যাবতীয় নিয়োগ খারিজ করা হয়েছে।
শুক্রবার শিবসেনায় যোগ দিয়েছিলেন শ্রীকান্ত। তারপরেই তাঁকে জালনা বিধানসভা কেন্দ্রে দলের নির্বাচনি প্রচারের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তকে শিবসেনায় শামিল করা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সূত্রের খবর, শিবসেনার অন্দরেও শ্রীকান্তের মতো বিতর্কিত ব্যক্তিকে দলে নেওয়া নিয়ে আপত্তি জানান একাধিক নেতা। তাঁকে দলীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শিন্ডে।
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ‘অবিভক্ত’ শিবসেনার নেতা ছিলেন শ্রীকান্ত। দলের টিকিটে কর্পোরেটর হয়েছিলেন। কর্ণাটকে গৌরী লঙ্কেশ খুনের মামলায় ২০১৮-য় তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে জামিনে মুক্ত থাকলেও এখনও তাঁর বিরুদ্ধে মামলা চলছে। শুক্রবার প্রবীণ শিবসেনা নেতা এবং প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকারের উপস্থিতিতে পুরোনো দলে যোগ দেন শ্রীকান্ত। তাঁকে জালনায় দলের প্রচারের দায়িত্ব দেওয়ার কথা জানান অর্জুন খোটকার। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে লঙ্কেশ খুনে অভিযুক্তের শিবসেনায় যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের বড় অংশ।