শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের(North Bengal Medical College and Hospital) জঞ্জাল অপসারণ ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার মেডিকেলে আসেন শিলিগুড়ির মেয়র তথা মেডিকেলের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দেব(Goutam Deb)। দীর্ঘদিন ধরেই মেডিকেলে বিভিন্ন জায়গায় মেডিকেল বর্জ্য সহ অন্যান্য জঞ্জাল জমার ফলে দুর্গন্ধ এবং পোকামাকড়ের উৎপাত বাড়ছিল। বিশেষ করে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার রান্নাঘরের পাশে প্রচুর মেডিকেল বর্জ্য দীর্ঘদিন ধরে জমে থাকায় দূষণ বাড়ছিল। সেখানে পরিবেশ দূষিত হচ্ছিল। রোগীদের খাবারেও বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছিল। এরপরেই শিলিগুড়ি পুরনিগম এখানে জঞ্জাল অপসারণের সিদ্ধান্ত নেয়। দু’দিন ধরে সেই কাজ শুরু হয়েছে। সোমবার মেয়র ঘুরে দেখার পর জানিয়েছেন, ১৫ দিনে একবার করে মেডিকেলের জঞ্জাল তুলে নিয়ে যাবে। পাশাপাশি ফোনের জন্য পূর্ত দপ্তরকেও বলা হচ্ছে।
আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো নিয়ে দাবি উঠছে। নিরাপত্তা বাড়াতে বাড়তি পুলিশ মোতায়েন, আরও কর্মী নিয়োগ সহ বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। এছাড়া মেডিকেলে যে অবৈধ বাজার রয়েছে সেটি তুলে দেওয়া এবং প্রধান গেট ছাড়া বাকি গেটগুলি বন্ধ করে দেওয়া হবে। এদিন মেয়রের সঙ্গে পুরনিগমের জঞ্জাল অপসারন বিভাগের মেয়র পরিষদ মানিক দে, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: ইন্দ্রজিৎ সাহা, হাসপাতাল সুপার ডা: সঞ্জয় মল্লিক, ডা: সন্দীপ সেনগুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।