বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Goutam Gambhir | পারথে রোহিত অনিশ্চিত, নেতৃত্ব দেবেন কে? জানালেন কোচ গম্ভীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্টে অনিশ্চিত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত খেলবেন কিনা তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিলই। সেই জল্পনা জিইয়ে রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি দিল টিম ইন্ডিয়া। রোহিত প্রথম টেস্টে না খেললে অধিনায়ক কে? কোচ গৌতম গম্ভীর যাওয়ার আগে জানিয়ে দিলেন, সেক্ষেত্রে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, “বুমরাহ দলের সহ-অধিনায়ক। যদি রোহিত না খেলতে পারেন তা হলে পারথে ও-ই দলকে নেতৃত্ব দেবে।” তবে রোহিত প্রথম টেস্টে খেলবেন কিনা তা স্পষ্ট করেননি গম্ভীর।

শোনা যাচ্ছে দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। সেই সময় স্ত্রীর পাশে থাকার ইচ্ছেপ্রকাশ করেছেন বোর্ডের কাছে। রোহিত নিজেও জানিয়েছিলেন, তিনি প্রথম টেস্ট ম্যাচের জন্য অনিশ্চিত। তবে বোর্ড কর্তাদের সঙ্গে শুক্রবারের বৈঠকে তিনি জানিয়েছিলেন প্রথম টেস্টে খেলতে চান। এবং ১০ নভেম্বর দলের সঙ্গেই যাবেন অস্ট্রেলিয়ায়। পরবর্তীতে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “রোহিত এখনই অস্ট্রেলিয়া যাচ্ছে না। তবে প্রথম টেস্ট খেলবে না এমন নয়। ও পরের সপ্তাহে অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারে।”

রবিবার এবং সোমবার ভারতীয় দলের ভাগে ভাগে অস্ট্রেলিয়া যাওয়ার কথা। রবিবার কয়েক জন ক্রিকেটার রওনা হয়ে গিয়েছেন। বাকিরা সোমবার রওনা হবেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Delhi CM | প্রথম বারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, ঘোষণা বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর দিল্লির রাজপাট...

Delhi High Court | ‘বাড়তি টিকিট বিক্রি কেন?’, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে ভর্ৎসনা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (New Delhi...

Karnataka CM Siddaramaiah | জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি সিদ্দারামাইয়ার! ক্লিনচিট দিল কর্ণাটকের লোকায়ুক্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি...

Haris Rauf | ভিআইপি বক্সে বসবেন না নাকভি, মহারণের আগে বিরাট-বন্দনায় হ্যারিস রউফ

করাচি: ২৩ অক্টোবর ২০২২। মেলবোর্ন। বিরাট কোহলির অপরাজিত ৮২...