উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিনোদ কাম্বলিকে আর্থিক সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন সুনীল গাওস্কর। নিজের কথা রেখেছেন তিনি। সূত্রের খবর, কাম্বলিকে একটি সংস্থার মাধ্যমে আর্থিক সাহায্যের ব্যাবস্থা করেছেন গাওস্কর। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন কাম্বলি। রয়েছে আর্থিক সমস্যাও। আর সেই কারণেই এমত অবস্থায় কাম্বলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন গাওস্কর।
জানা গিয়েছে, ‘চ্যাম্পস ফাউন্ডেশন’-এর মাধ্যমে কাম্বলিকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দিয়েছেন গাওস্কর। এখন থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে কাম্বলিকে। এছাড়াও চিকিৎসার জন্য প্রতিবছর আরও ৩০ হাজার টাকা পাবেন তিনি।
এর আগে কাম্বলিকে নিজের ছেলের সঙ্গে তুলনা করে গাওস্কর বলেছিলেন, ‘৮৩-র বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারেরা পরবর্তী প্রজন্মকে খুব স্নেহ করে। ওরা কেউ কেউ আমার ছেলের বয়সী। সাহায্য শব্দটি আমার মনঃপূত নয়। আমরা ওদের সকলের খেয়াল রাখতে চাই, বিশেষ করে যখন ভাগ্য ওদের সঙ্গ দিচ্ছে না। আমরা সবাই কাম্বলির পাশে দাড়াতে চাই। দেখা যাক সেটা কীভাবে করা যায়।’