উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে মাঝে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবার শুরু হয়েছে খেলা। তবে এই দ্বিতীয় দফায় শুরু হওয়া আইপিএল হোক বিনোদনহীন। এমনটা অনুরোধ করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কার(Sunil Gavaskar)। কিন্তু তাঁর অনুরোধ না রেখে বরং বিনোদনের ছোয়া রেখেই চলতি মরসুমে দ্বিতীয় বারের মতো শুরু হল আইপিএল।
এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ দিয়ে দ্বিতীয় বারের মতো আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে ভেস্তে যায় সেই ম্যাচ। ফলে রবিবার পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচের মধ্যে দিয়েই শুরু হয় লিগ। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। শ্রদ্ধা জানানো হয় ভারতীয় সেনাকে। কিন্তু খেলা শুরুর পরেই দেখা যায় মাঠে রয়েছে চিয়ার লিডারেরা, বাজছে ডিজেও। অর্থাৎ বিনোদনে কোনও কমতি রাখা হয়নি একেবারেই।
প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষের আবহে মাঝে এক সপ্তাহ বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় আইপিএল শুরুর আগে গাওস্কার অনুরোধ করেছিলেন যে এবারে যেন খেলার মাঠে ডিজে এবং চিয়ার লিডারদের না রাখা হয়। তিনি বলেছিলেন, ‘ বেশ কিছু পরিবার তাঁদের নিকটাত্মীয়কে হারিয়েছে। এই পরিস্থিতিতে আন্তরিক ভাবে এটাই আশা করব যে, আইপিএলে বাড়তি কোনও আয়োজন থাকবে না। শুধু খেলাগুলোই হোক। ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে আসুন। কিন্তু মাঝে ডিজে চাই না। মাঠে চিয়ার লিডারও দরকার নেই। শুধু খেলা হোক। যারা কাছের মানুষ এবং প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের আবেগকে এভাবে সম্মান জানানো যেতে পারে।’ কিন্তু বাস্তবে তাঁর এই অনুরোধ রাখেনি বিসিসিআই। যার প্রমাণ মিলল রবিবারের ম্যাচেই।