শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Gayatri Chakravorty Spivak | বিশ্বমঞ্চে বাঙালির জয়জয়কার! হিউম্যানিটিজের নোবেল ‘হলবার্গ’ পুরস্কার পাচ্ছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালে নরওয়ের হলবার্গ পুরস্কার (Holberg Prize) পেতে চলেছেন অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (Gayatri Chakravorty Spivak)। যা আর্টস ও হিউম্যানিটিজ নিয়ে গবেষণার ক্ষেত্রে নোবেল পুরস্কারের (Nobel prize) সমতুল্য বলে বিবেচিত হয়। সাহিত্য, অনুবাদ, উত্তর-ঔপনিবেশিক অধ্যয়ন, রাজনৈতিক দর্শন এবং নারীবাদী তত্ত্বে অগ্রণী আন্তঃবিষয়ক গবেষণার জন্য এই পুরস্কার পেতে চলেছেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের একটি পোস্টে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে শীর্ষ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এ বছর তাঁকে নরওয়ের হলবার্গ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, যা আর্টস ও হিউম্যানিটিজের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত। এই সর্বোচ্চ সম্মান অর্জনের মাধ্যমে তিনি আমাদের গর্বিত করেছেন।’ তিনি আরও লেখেন, ‘সাহিত্য তত্ত্ব এবং দর্শনে অবদানের জন্য অধ্যাপক স্পিভাক সুপরিচিত। পশ্চিমবঙ্গের কিছু প্রত্যন্ত গ্রামে দরিদ্র-বান্ধব স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাঁর সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। বাংলা সাহিত্যের সর্বকালের ধ্রুপদী রচনাগুলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তাঁর প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করে।’

গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ১৯৪২ সালের ২৪শে ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পরে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে তাঁর শিক্ষা সম্পন্ন করেছেন। বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। এই সময়ের সবচেয়ে প্রভাবশালী বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম একজন হিসেবে বিবেচিত হন তিনি। তিনি নয়টি বই লিখেছেন এবং অসংখ্য বই অনুবাদ করেছেন। শিক্ষার বাইরেও, তিনি প্রান্তিক গ্রামীণ সম্প্রদায়ের জন্য, বিশেষত পশ্চিমবঙ্গ, ভারত এবং অন্যান্য দেশে সাক্ষরতা এবং শিক্ষা প্রকল্প প্রতিষ্ঠায় অর্থায়ন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ পুরস্কার প্রাপক হিসাবে গায়ত্রীর নাম ঘোষণা করা হয়। আগামী ৫ জুন নরওয়ের বেরজেন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ওই সম্মান গায়ত্রীর হাতে তুলে দেবেন সে দেশের যুবরাজ হাকোন। এই পুরস্কারের অর্থমূল্য নগদ ৫ লক্ষ ৪০ হাজার ডলার।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

SSC | অযোগ্যদের বেতন ফেরাতে উদ্যোগী নয় রাজ্য! আদালত অবমাননার মামলা দায়ের হাইকোর্টে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার...

Jagdeep Dhankhar | বিচারপতিরা সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন! সুপ্রিম রায় নিয়ে আক্রমণে উপরাষ্ট্রপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি রাজ্যপালদের পাঠানো বিল নিয়ে...

SSC | কারা কাল থেকেই যোগ দেবেন স্কুলে! সুপ্রিম নির্দেশ নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যারা 'অযোগ্য' হিসাবে চিহ্নিত নন...

Murshidabad | সিসিটিভি বিকল করে কোপানো হয় বাবা-ছেলেকে! মুর্শিদাবাদে জোড়া হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে বাবা-ছেলে কুপিয়ে...