উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১১ মাস পেরিয়ে গিয়েছে। এখনও রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত। হামাস (Hamas) নিধনে মরিয়া ইজরায়েল (Israel)। গোটা গাজা (Gaza) ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে তারা। বহুদিন ধরেই যুদ্ধবিরতির পথে হাঁটতে চাইছে হামাস। এবার সংঘাত থামাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) উপর চাপ বাড়াতে আমেরিকার কাছে আর্জি জানিয়েছে তারা।
গাজায় সংঘাত থামাতে মধ্যস্থতা করছে সৌদি আরব, মিশর, কাতারের মতো দেশ। উদ্যোগী হয়েছে আমেরিকাও। একাধিকবার কাতারের দোহায় অনুষ্ঠিত শান্তি বৈঠকে যোগ দিয়েছে হামাস ও ইজরায়েলের প্রতিনিধিরা। কিন্তু কোনওবারই যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হতে পারেনি দুপক্ষ। কারণ পণবন্দিদের মুক্তি নিয়ে একাধিক শর্ত চাপিয়েছে হামাস। যা মেনে নেয়নি তেল আভিভ। এখনও নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন নেতানিয়াহু।
প্রসঙ্গত, হামাসের সঙ্গে সংঘর্ষ শুরুর পর থেকে ‘বন্ধু’ ইজরায়েলের পাশে থাকলেও প্যালেস্তিনীয়দের মৃত্যু নিয়ে সরব আমেরিকা (US)। সময় যত গড়াচ্ছে আরও দীর্ঘ হচ্ছে গাজায় থাকা পণবন্দিদের ঘরে ফেরার অপেক্ষা। এখন প্রশ্ন, ওয়াশিংটনের চাপে কি যুদ্ধবিরতির পথে হাঁটবে ইজরায়েল?।