বিনোদন

সাঁওতালি ভাষায় পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি গাজোলের যুবকের, ১৫ অক্টোবর শুভমুক্তি

গাজোল: দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ভিডিও মিউজিক অ্যালবাম বানিয়ে আসছেন গাজোলের সমীর সিংহ। এ পর্যন্ত তিনি তাঁর টিমকে নিয়ে বানিয়ে ফেলেছেন ৫৩৬টি মিউজিক অ্যালবাম। মিউজিক অ্যালবাম বানাতে বানাতেই স্বপ্ন দেখতেন পূর্ণদৈর্ঘ্যের সিনেমা বানানোরও। অবশেষে তাঁর স্বপ্ন আজ সফল। বাংলা ভাষাতে না হলেও সাঁওতালি ভাষাতে বানিয়ে ফেললেন পূর্ণদৈর্ঘ্যের সাঁওতালি ছবি “আম ইঞ্জিজ রোমিও”। বাংলা ভাষায় তর্জমা করলে দাঁড়ায় “তুই আমার রোমিও”। সোমবার গাজোল অন্নদাশংকর সদনে রিলিজ হল ছবির ট্রেলার। আগামী ১৫ অক্টোবর বাংলা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও অরুণ কুমার সর্দার, বিশিষ্ট শিল্পপতি বিধানচন্দ্র রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডঃ গৌরাঙ্গ দেব ভার্মা সহ বহু বিশিষ্টজনেরা। ছিলেন সিনেমার কলাকুশলীরা।

সিনেমার প্রায় পৌনে ৩ মিনিটের একটি ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলার দেখে মনে হতেই পারে এই ছবি দক্ষিণ ভারতের যে কোনও অ্যাকশন ধর্মী ছবির সঙ্গে লড়াই করতে পারে। সিনেম্যাটোগ্রাফি, অ্যাকশন, গানের লোকেশন, অভিনয় সব কিছু দেখে মনে হয়েছে একজন নামকরা চিত্র পরিচালকের কাজ। ছবির ট্রেলার দেখে মুগ্ধ বিশিষ্টজনেরা মন্তব্য করেছেন শিল্প সংস্কৃতির শহর গাজোলের মুকুটে যুক্ত হল আরেকটি নতুন পালক। বিশিষ্ট চিত্রপরিচালক হিসেবে আগামী দিনে উঠে আসবেন সমীর সিংহ।

সমীরবাবু জানান, দীর্ঘদিন ধরেই সাঁওতালি সিনেমার সুপারস্টার রোমিও বাস্কে এবং অসমের অভিনেত্রী মিরান্ডা দাসকে নিয়ে শুরু করেন সিনেমার শুটিং। সঙ্গে পেয়েছিলেন দক্ষ অভিনেতা রাহুলকে। এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন গাজোল, মালদা, কলকাতা, শিলিগুড়ি, অসম, বিহার প্রভৃতি এলাকার শিল্পীরা। সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছে গাজোলের বিভিন্ন লোকেশনে। কিছু শুটিং হয়েছে মালদা এবং কলকাতায়। গানের দৃশ্যের শুটিং হয়েছে কাশ্মীরে। সিনেমার গল্প লিখেছেন সময় মার্ডি। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সময় মার্ডি এবং পরিচালক সমীর সিংহ। ছবিতে গান গেয়েছেন শিবেন্দ্র মুর্মু, জয়ন্ত মুর্মু। ছবির সম্পাদনা করেছেন শুভঙ্কর বিশ্বাস।

সমীরবাবু আরও জানিয়েছেন, গ্রাম বাংলায় এমন অনেক শিল্পীর সন্ধান পাওয়া যায় যাঁরা নিজেদের অভিনয় প্রতিভা ইউটিউবে ডাউনলোড করেন। সাঁওতালি সিনেমা জগতের সুপারস্টারদের পাশাপাশি এই সমস্ত অনামী শিল্পীদের নিয়ে তৈরি করেছি এই পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা। মূলত আদিবাসীদের জমি দখল এবং তা প্রতিরোধের গল্প উঠে এসেছে সিনেমাতে। সঙ্গে রয়েছে প্রেমের গল্প। মূলত অ্যাকশন ধর্মী এই ছবি দক্ষিণ ভারতের যে কোনও সিনেমার সঙ্গে পাল্লা দিতে পারে। আগামী ১৫ অক্টোবর বাংলা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন সিনেমা হলে এই সিনেমা মুক্তি পাবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে মুক্তি হবে এই ছবির। পরবর্তীকাল হিন্দি এবং ওড়িয়া ভাষায় এই ছবির ডাবিং হবে। স্বল্প খরচেই এই ছবি বানানো হয়েছে। আগামী দিনে আরেকটি বড় কাজে হাত দিচ্ছে তাঁর টিম। মাদকদ্রব্যের বিষয় নিয়ে হবে সেই ছবি। একসঙ্গে সাতটি ভাষায় রিলিজ করা হবে সেই ছবি। পাঠানো হবে দেশ-বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে। সব মিলিয়ে আগামী দিনে সিনেমা জগতের সঙ্গে মালদা এবং গাজোলের নাম যুক্ত করতে চান তিনি।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম…

53 seconds ago

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)।…

46 mins ago

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা

রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ…

1 hour ago

WhatsApp | হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে স্ত্রীকে তিন তালাক, শ্রীঘরে স্বামী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বামী। সেই মেসেজ খুলতেই স্ত্রী শুনতে পেলেন…

1 hour ago

Manikchak | স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের প্রস্তাব, মুখ ফেরাতেই ধর্ণায় প্রেমিকা

মানিকচকঃ একেই কি বলে প্রেমের ফাঁদ? তিন বছরের প্রেম। বছরখানেক আগে বাড়ির মতে অন্যত্র বিয়ে…

1 hour ago

Raiganj | হিমালয়ের কোলে দাঁড়িয়ে উচ্চপ্রাথমিকে নিয়োগের দাবি

রায়গঞ্জ: বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গিয়েছে। হাইকোর্টের বিচারপতির এক খোঁচায় সরকারি প্যানেল বাতিল…

2 hours ago

This website uses cookies.