রাজ্য

Gazole | জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা গাজোলে, বোমা-পিস্তল নিয়ে চলল দুষ্কৃতী তাণ্ডব

গাজোল: জায়গা দখলকে (Land grab) কেন্দ্র করে বুধবার গভীর রাতে ধুন্ধুমারকাণ্ড বাধল গাজোলের (Gazole) শিক্ষক পল্লী এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বোমা পিস্তল নিয়ে জায়গা দখল করতে আসে একদল দুষ্কৃতী। প্রথমে এলাকায় হামলা চালায় তারা। যদিও এলাকাবাসী একসঙ্গে প্রতিরোধ করলে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল।

স্থানীয় সন্ধ্যা মালাকার জানান, এখানকার প্রায় ছয় কাঠা জায়গা সরকারি খাস জমি। আগে এখানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল। সেটি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পর জায়গাটি ফাঁকাই পড়েছিল। গতকাল গভীর রাতে রথীন বিশ্বাস নামে এক ব্যক্তি প্রায় ২৫-৩০ জন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এখানে আসে। বোমা-পিস্তল নিয়ে সবাইকে ভয় দেখিয়ে একটি টিনের ঘর বানিয়ে ফেলে। এলাকার বাসিন্দারা প্রতিবাদ করলে দুষ্কৃতীরা ইট পাটকেল ছুড়তে থাকে। ইটের আঘাতে কয়েকজন আহতও হন। এরপর এলাকার সবাই মিলে প্রতিরোধ শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

স্থানীয় অনন্ত মজুমদারের কথায়, এখানে প্রায় ১২ বিঘা খাস জমি ছিল। আশির দশকে বেশিরভাগ জমি পাট্টা দিয়ে দেওয়া হয়। বাকি ছিল প্রায় ছয় কাঠা জমি। সেই জমিতে ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেটি সরিয়ে নেওয়ার পর জমিটি ফাঁকাই পড়েছিল। স্থানীয় বাসিন্দারা নানা কাজে জমিটি ব্যবহার করতেন। গতকাল রাতে রথীন বিশ্বাস ২৫-৩০ জন দুষ্কৃতীকে নিয়ে এই জায়গা দখল করতে আসে। তাঁরা জানান, ভূমি দপ্তরের যোগসাজশে এই জমি নিজের নামে করেছে রথীন। তবে এর পেছনে রাজনৈতিক মদতও থাকতে পারে। গতকালের ঘটনার প্রতিবাদে এদিন এলাকার বাসিন্দারা একজোট হয়ে গাজোল থানায় (Gazole police station) লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন বিতর্কিত জায়গায় এলাকার মহিলারা মহিলা সমিতির নামে একটি বোর্ড লাগিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এবিষয়ে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল জানান, বিতর্কিত জমিটি ১৭৭ দাগের একটি সরকারি খাস জমি। কাগজপত্রে দেখা যাচ্ছে, জমিটি রথীন বিশ্বাসের নামে পাট্টা দেওয়া হয়েছে। স্থানীয়দের বক্তব্য, রথীন বিশ্বাস নামে ওখানে কেউ কোনওদিন ছিল না। ওখানে একটি স্কুল ছিল। বিষয়টি নিয়ে ১১ জুলাই সব পক্ষকে উপস্থিত থাকতে বলা হবে। সবার বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গুচ্ছ প্রস্তাব দুই দপ্তরের সমন্বয়ে পর্যটনে কল্যাণ, মত ব্যবসায়ীদের সানি সরকার শিলিগুড়ি,…

10 mins ago

Sevoke Landslide | ধস নামল সেবকে, গাছ উপড়ে বন্ধ জাতীয় সড়ক শিলিগুড়ি: এবার ভূমিধস সেবকে।…

16 mins ago

Joe Biden | ভগবান ছাড়া কারও কথায় সরবেন না! ফের বেফাঁস মন্তব্য বাইডেনের

ওয়াশিংটন: তিনি যে ক্রমে হাসির খোরাক হয়ে উঠেছেন, সেটা বিলক্ষণ বুঝতে পারছেন জো বাইডেন (Joe…

44 mins ago

Iran | সাধারণ মানুষের ‘পরিচিত মুখ’ ইরানের নয়া প্রেসিডেন্ট পেজেশকিয়ান, জানেন তাঁর পরিচয়?

তেহরান: ইরানের (Iran) নবম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলেছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)।…

56 mins ago

Amoeba In Kerala | অ্যামিবার সংক্রমণে নাকাল কেরল

তিরুবনন্তপুরম: অণুবীক্ষণেও প্রায় ধরা পড়ে না এমন এককোষী একটি প্রাণি। আর সেটাই এখন ত্রাসের সঞ্চার…

1 hour ago

Rath Yatra | রথযাত্রায় যোগ দিতে পুরীতে রাষ্ট্রপতি মুর্মু, পুলিশের চিন্তা নিরাপত্তা

নয়াদিল্লি ও পুরী: রবিবার পুরীতে রথযাত্রা উৎসবে যোগ দেবেন ওডিশার ভূমিকন্যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি…

1 hour ago

This website uses cookies.