গাজোল: গাজোল (Gazole) ব্লকের শেখপাড়া এলাকায় মানিকোড় কৃষি উন্নয়ন সমিতি লিমিডিটের পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস (TMC)। মোট ৯টি আসনে প্রার্থী দিয়ে সবকটিতেই জিতেছে তৃণমূল। বিরোধীদের সর্বসম্মত প্রার্থী থাকা সত্ত্বেও তাঁরা কোনও দাগ কাটতে পারেনি। জয়ের খবর পেয়েই তৃণমূল কর্মীরা উল্লাসে মেতে ওঠেন।
উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু সহ অন্যান্য নেতৃত্ব। বুধবার রাতেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতৃত্ব জানান, এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) জয়। মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সমর্থন করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে দুহাত তুলে আশীর্বাদ করবেন বলেও জানান তাঁরা।