Top News

Gazol | গাজোলের ছাত্রকে আইআইএসসি বেঙ্গালুরুতে সেমিনারে ডাক, মিলল গবেষণার সুযোগও

গাজোল: দেশের সেরা বিজ্ঞান চর্চা কেন্দ্র বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’-এ (Indian Institute of Science) আয়োজিত সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি গবেষণার সুযোগ পেল গাজোল হাইস্কুলের (Gazol) নবম শ্রেণীর ছাত্র কমলেশ সরকার। প্রতিবছরই দেশের তরুণ প্রতিভাবান বিজ্ঞানীদের খুঁজে বের করার উদ্যোগ নেয় আইআইএসসি বেঙ্গালুরু। পরীক্ষার মাধ্যমে বাছাই করে নেওয়া হয় তরুণ বিজ্ঞানীদের। দেশের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এতে অংশগ্রহণ করতে পারে। এবছর সারা দেশ থেকে ২৫ জন তরুণ প্রতিভাবান বিজ্ঞানী এতে সুযোগ পেয়েছে। যাদের মধ্যে জায়গা করে নিয়েছে কমলেশও। মে মাসের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুর এই প্রতিষ্ঠানে ‘প্রোগ্রাম ইন ম্যাথমেটিক্স ফর ইয়ং সায়েন্টিস্ট’-এর সেমিনার এবং গবেষণায় অংশ নেবে সে। ছয় সপ্তাহ ধরে চলা এই সেমিনারে উপস্থিত থাকবেন দেশ বিদেশের সেরা বিজ্ঞানী এবং গণিতজ্ঞরা। স্বাভাবিকভাবেই ছাত্রের এই সাফল্যে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে কমলেশকে সংবর্ধনা জানানো হয়।

গাজোল হাইস্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন ছাত্রের সাফল্য কামনা করে জানান, ‘কমলেশের জীবনে একটি নতুন অধ্যায় খুলে গেল। দেশের সেরা বিজ্ঞান কেন্দ্রে গিয়ে গবেষণায় অংশগ্রহণ করা এক বিরাট ব্যাপার। আমাদের স্কুলে এত বড় মাপের সাফল্য এর আগে আসেনি। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক এবং শিক্ষাকর্মী তাঁর এই সাফল্যে অভিভূত।’ এদিকে বেঙ্গালুরুর বিজ্ঞান চর্চা কেন্দ্রে গবেষণার সুযোগ পেয়ে বিস্ময়ের ঘোর যেন কাটছে না কমলেশের। সে জানায়, ‘ইন্টারনেট ঘেঁটে পরীক্ষা সম্বন্ধে জেনে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলাম। ডিসেম্বর মাসে আমাকে প্রশ্নপত্র পাঠিয়ে ৩১ জানুয়ারির মধ্যে সমস্ত কিছু সাবমিট করতে বলা হয়েছিল। মোট আটটি প্রশ্নের মধ্যে সাতটির সম্পূর্ণ উত্তর আমি দিয়েছিলাম। একটি অর্ধেক করতে পেরেছিলাম। তবে এই প্রশ্নের গতানুগতিক উত্তর হয় না। প্রশ্ন অনুযায়ী নিজেকে গবেষণা এবং অনুসন্ধান করে উত্তর লিখতে হয়। ওখানে গিয়ে দেশ বিদেশের সেরা গণিতজ্ঞ এবং বিজ্ঞানীদের সংস্পর্শে আসতে পারব ভেবে খুব ভালো লাগছে।’ ভবিষ্যতে গণিত নিয়ে গবেষণা করার ইচ্ছে রয়েছে বলেও জানায় সে।

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ…

2 hours ago

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার…

2 hours ago

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের।…

2 hours ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে…

2 hours ago

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার…

3 hours ago

Shiv Mandir । জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধার শিবমন্দিরে, শিশুটি কোথা থেকে এল ?

শিবমন্দির: জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল শিবমন্দিরের এক নম্বর সত্যেন…

3 hours ago

This website uses cookies.