উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বোমা রেখে দেওয়ার ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার করা হল এক ভোটকর্মীকে (Georgia Poll Worker Arrested)। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের (US Presidential Election) মূল পর্ব। ‘আর্লি ভোটিং’ প্রক্রিয়ার সময় বোমা রেখে দেওয়ার ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে আমেরিকা জর্জিয়া (Georgia) প্রদেশে।
পুলিশের অনুমান, বাকি ভোটকর্মীদের ভয় দেখানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছিলেন বছর পঁচিশের নিকোলাস উইমবিশ। বোমা থাকার কথা উল্লেখ করে সম্প্রতি একটি চিঠি লিখেছিলেন তিনি। চিঠিটি এমনভাবে পরিবেশন করেছিলেন যাতে মনে হয় কোনও সাধারণ ভোটার ওই হুমকি চিঠি পাঠিয়েছেন।
আমেরিকার সব প্রদেশেই আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। সেটিকে বলা হয়ে থাকে ‘আর্লি ভোটিং’। এদিন ৪০টি প্রদেশে ‘আর্লি ভোটিং’ প্রক্রিয়া হয়েছে। ওই প্রক্রিয়ার আগে বোমা রাখার অভিযোগ ছড়িয়েছিলেন তিনি। নিকোলাস জর্জিয়া প্রদেশের জোনস কাউন্টি নির্বাচনি দপ্তরে কর্মরত। ১৬ অক্টোবর এক ভোটারের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। তার পরদিন কাউন্টির ইলেকশন সুপারিন্টেন্ডেন্টের অফিসে হুমকি চিঠি পাঠান তিনি। চিঠির বয়ান এমন ছিল যাতে মনে হয় ওই ভোটারই হুমকি চিঠি পাঠিয়েছেন। চিঠির একটি জায়গায় উল্লেখ ছিল ‘আর্লি ভোটিংয়ের জায়গায় ‘বুম টয়’ রাখা আছে। সিগার পুড়ছে। সাবধান থাকুন।’ ওই শব্দ থেকেই বোমাতঙ্ক ছড়ায় বলে অভিযোগ। চিঠি পাওয়ার পরই তদন্ত শুরু করেছিল স্থানীয় প্রশাসন। এরপর উঠে আসে ওই ভোটকর্মীর নাম।