Top News

ব্রিগেডে গীতা পাঠের আয়োজন গেরুয়া শিবিরের, থাকতে পারেন রাষ্ট্রপতি- মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিগেডে গীতা পাঠ। আয়োজক হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন।প্রধান অতিথি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে সশরীরে আমন্ত্রণ জানাতে চায় অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ।পাশাপাশি আমন্ত্রণ জানান হবে প্রতিটি দলের বিধায়ক ও সাংসদদের।

পরিষদের পক্ষ থেকে জানান হয়েছে, ব্রিগেডে এই সমাবেশ হবে আগামী ২৪ ডিসেম্বর।হিন্দু সংস্কৃতিতে ওই দিন গীতা জয়ন্তী পালনের রেওয়াজ রয়েছে। মনে করা হয় মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে গীতার জন্ম হয়েছিল। এই দিনকে মোক্ষদা একাদশী হিসাবেও দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হয়।২৪ ডিসেম্বর রবিবার হওয়ায় স্বাভাবিকভাবেই ওই দিন ছুটি।সংগঠন মনে করছে ওইদিন সকাল ৯টা থেকে শুরু হবে জমায়েত।সকাল ১০ টা থেকে শুরু হয় সমবেত কণ্ঠে গীতাপাঠ।পাঁচটি অধ্যায় বাছা হয়েছে ১৮ অধ্যায়ের মধ্যে। পাঁচটি বাছাই অধ্যায় পাঠ হবে। অনুষ্ঠান শেষ হবে দুপুর ১২টার মধ্যে।ধর্মীয় অনুষ্ঠান হলেও প্রসাদ বা ভোগ বিতরণের কোন আয়োজন থাকছে না। আগামী ২ রা নভেম্বর দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানান হবে, তিনি  উদ্বোধনের বিষয়ে কথা দিলে, তারপর কথা বলা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

সংগঠনের সভাপতি সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ এ প্রসঙ্গে বলেন, ‘এই কর্মসূচি সকলের জন্য। কোনও রাজনীতি নয়, মানব কল্যাণের লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠান আমরা কমপক্ষে এক লাখ মানুষের সমাবেশ করব। সমবেত কণ্ঠে তাঁরা গীতা পাঠ করবেন। এটা অতীতে বিশ্বের কোথাও কখনও হয়নি।’

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Cooch Behar | কোচবিহারে আপেল চাষে পাইলট প্রোজেক্ট

 চাঁদকুমার বড়াল, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) কৃষি ব্যবস্থায় নতুন দিক খুলতে চলেছে। এবার কৃষি দপ্তরের…

8 mins ago

শালবাড়িতে নেওরা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি। - ইতিমধ্যে নেওরা নদীর ভাঙ্গনে নদী গর্ভে…

19 mins ago

Molestation | ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে শ্লীলতাহানি, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গণধোলাই জনতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার উলুবেড়িয়ার কুলগাছিয়ায় এক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল এক কেন্দ্রীয়…

20 mins ago

অধীরের ভবিষ্যৎ কি বিজেপিতে

জয়ন্ত ঘোষাল কংগ্রেস কান্ডারি রাহুল গান্ধি একদা এক একান্ত সাক্ষাত্কারে আমাকে বলেছিলেন, ‘অধীর চৌধুরী একজন…

22 mins ago

Akshay Kumar | ছিলেন কানাডার নাগরিক! ভারতীয় হিসেবে প্রথমবার ভোট দিয়ে কী জানালেন অক্ষয়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগে ছিলেন কানাডার (Canada) নাগরিক। ২০২৩ সালে ভারতের নাগরিকত্ব (Indian citizenship)…

38 mins ago

চাওয়া না পাওয়ার স্বপ্নের খেলায়

তাপসী লাহা ছোটবেলায় শিক্ষক হওয়ার স্বপ্ন দেখিনি কোনওদিন। ঝলমলে রাংতার শৈশব বড়জোর পুলিশ হওয়ার কথা…

53 mins ago

This website uses cookies.