উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ডকে (Aadhar Card) বৈধতা দিয়েছে। শীর্ষ আদালতের এই নির্দেশের পর কিছুটা হালকা মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়িতে (Jalpaiguri) সরকারি কর্মসূচি থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘আমি ডিএম কে বলব, যাঁদের আধার কার্ড নেই, দুয়ারে সরকারের মাধ্যমে তাঁদের আধার কার্ডটা করিয়ে দিন।’
ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা ভালো SIR নিয়ে কার্যত নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে বারংবার ধুয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর ক্ষোভ যেন কিছুটা প্রশমিত হয়েছে আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে। সেই সূত্র ধরেই এদিন জলপাইগুড়িতে সরকারি কর্মসূচি থেকে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি ডিএম (জেলাশাসক)-কে বলব, যাঁদের আধার কার্ড নেই, দুয়ারে সরকারের মাধ্যমে তাঁদের আধার কার্ডটা করিয়ে দিন।’ জলপাইগুড়ির জেলাশাসককে এ নির্দেশ দিলেও, এটি আসলে সব জেলার প্রশাসনকেই মমতার বার্তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এরই পাশাপাশি তিনি বলেন, ‘ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা দেখতে হবে। শুধু এখন দেখলে হবে না। আগামী ৬-৭ মাস দেখতে হবে। ভোটার তালিকায় নাম না থাকলে ওরা বলবে এনআরসি করিয়ে দাও।’
উল্লেখ্য, ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার জন্য বিরোধী দলগুলি সরব হয়েছিল। তাঁদের সেই আবেদনে সোমবার সবুজ সংকেত দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে এদিন প্রশাসনকে আধার কার্ড নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

