উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্নানঘরে গিজার বিস্ফোরণ (Geyser Explosion) করে মৃত্যু হল এক মহিলার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলীর মিরগঞ্জ এলাকার ঘটনা।
মাত্র পাঁচদিন আগে গত ২২ নভেম্বর বিয়ে হয়েছিল মহিলার। জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে বিকেলে স্নান করতে গিয়েছিলেন তিনি। জল ঠান্ডা থাকায় গিজার চালিয়ে নেন। আর তাতেই বিপত্তি। স্নানের সময় আচমকা গিজারটি ফেটে যায়। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে নববধূকে উদ্ধার করেন।
পরিবার সূত্রে খবর, গিজার বিস্ফোরণ হলেও খুব বেশি শব্দ হয়নি। স্নানঘরের বাইরে থেকে তা কারও কানেও যায়নি। বুধবার বিকেলে নববধূ স্নান করতে যাওয়ার অনেকক্ষণ পরও স্নানঘর থেকে না বেরোলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাঁরা বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু তারপরও দরজা খোলেননি তিনি। এরপরই স্নানঘরের দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন মহিলার স্বামী। দরজা ভেঙে দেখা যায়, স্নানঘরের মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন মহিলা। পাশেই গিজারটি ভেঙে পড়ে রয়েছে।
পরিবারের দাবি, গিজারে যে বিস্ফোরণ হয়েছে, তা স্পষ্ট ছিল। দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতাল থেকেই পুলিশে (Police) খবর দেওয়া হয়। তারা মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।