Top News

Ghost fear | আত্মহত্যার জের! ভূতের আতঙ্কে কাঁটা শিলিগুড়ির এই এলাকা

শিলিগুড়িঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে (Ghost fear) ভূতের আতঙ্ক! আর সেই ভূতের ভয়কে কেন্দ্র করে ‘ডাইনি’ অপবাদ এলাকারই বাসিন্দা জেলাস্তরের মহিলা বাম নেত্রীকে? এমনই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয়েছে দুই সপ্তাহ ধরে। ওল্ড মাটিগাড়া রোডের (Matigara) ধারেই গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির সহ সিটু-র জেলা কমিটির নেত্রী শুভ্রা পালের বাড়ি। সে তাঁর বৌদির সঙ্গে ওই বাড়িতে একাই থাকেন।

শুভ্রার বৌদি ছায়া পালের কথায়, ‘বছর বারো আগে আমার বড়ো ননদের মেয়ে আমাদের বাড়ির পেছন দিকের ঘরে আত্মহত্যা করেছিল। এতবছর পর প্রতিবেশি রাজু পাসোয়ানের পরিবার দাবি করছে, তাঁদের বাড়ির মেয়েকে ভূতে ধরেছে।’ এমনকি শুভ্রাদেবিকে একা ওই বাড়িতে বারবার ঢোকার জন্য চাপ দিচ্ছে রাজু। একা ঢুকতে না চাওয়ায় এলাকায় তাঁর ননদের নামে ডাইনি অপবাদ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ছায়ার।

যদিও এরপেছনে জমি দখলের চক্র রয়েছে বলে মনে করছেন শুভ্রা। তাঁর বক্তব্য, ‘এলাকায় রাস্তায় ধার বরাবর দোকান বসানোর চক্র চলছে। আমার বাড়ির সামনেও দোকান বসানোর চক্র হয়েছে। এমনকি বাড়ির সামনে থাকা গাছেও ভূত থাকে বলে, সেই গাছ কাটার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এসবের প্রতিবাদ করার জন্যই ডাইনি অপবাদ দেওয়া শুরু হয়েছে।’

এদিকে, এব্যাপারে রাজু পাসোয়ানকে প্রশ্ন করতে গেলে প্রথমে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি পালিয়ে যান। এমনকি এদিনই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা এলাকায় এলেও রাজু আর সামনে আসেনি। সিপিএমের এরিয়া কমিটির সদস্য শুভ্রজিৎ চৌধুরির কথায়, ‘শুভ্রাদেবী অবিবাহিতা। ওনার দাদাও মারা গিয়েছেন। বৌদির দুই মেয়ের মধ্যে এক মেয়ে বাইরে থাকে, এক মেয়ে কলকাতায় থাকে। এই সুবিধা নিতেই এলাকায় জমি মাফিয়াদের নজর পড়েছে শুভ্রাদেবীদের  জমির ওপর।’ ব্যাপারটা উড়িয়ে দিচ্ছেন না ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অমর আনন্দ দাস। তাঁর পরিষ্কার বক্তব্য, ‘পুরো ব্যাপারটাই সন্দেহজনক মনে হচ্ছে। হঠাৎ করে ভূতের গল্প এল কোথা থেকে? শুভ্রা পাল আমাকে বিষয়টা জানিয়েছেন। আমি সোমবার রাজুকে ডেকেছি। এর পেছনের রহস্য উদঘাটন করবই।’

পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে গত কয়েকমাস ধরেই জমি দখলের একাধিক অভিযোগ উঠেছে। এবারে জমি দখল করতে ‘ভূত’-এর সহায়তাও কী নেওয়া হচ্ছে? তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রসঙ্গত, শুভ্রা  পালের বাড়ি ছাড়া আশপাশে রাস্তার ধারে একাধিক দোকানপাট গজিয়ে উঠেছে। রাজুও নিজের বাড়ির সামনে রাস্তার ধারে পাকা দোকান বানিয়ে ফেলেছে। এই অবস্থায় এবারে শুভ্রার বাড়িটাই দখলদারদের নজরে পড়েছে বলে গুঞ্জন এলাকায়। এদিন ওই এলাকায় গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটির কার্যকরি সভাপতি ড. গোপাল দে। তিনি বলেন, ‘পরিবারটা দূর্বল। মাথার ওপর কোনও পুরুষ নেই। তাই আতঙ্কের পরিবেশ তৈরি করে জমি হাতানোর চক্রান্ত চলছে বলে ধারণা। আমরা ওনাদের পাশে রয়েছি।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Dev’s road-show | তৃণমূল প্রার্থী প্রসূনের সমর্থনে রতুয়ায় দেবের রোড-শো, যানজটে নাজেহাল সাধারণ মানুষ

রতুয়াঃ শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দেব। এদিন…

5 hours ago

Bengal Pro T20 League | উন্মোচন হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফির, প্রাক্তনীদের মঞ্চে ডেকে নিলেন সৌরভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার…

6 hours ago

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের…

6 hours ago

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ

দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস…

7 hours ago

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন…

7 hours ago

Madhyamik Result | বাবা ঠিকা শ্রমিক, সৌরদ্বীপের পড়াশোনায় অন্তরায় আর্থিক অনটন

জামালদহ: এক কামরার ভাড়া বাড়ি। পাশেই চলে রান্নাবান্না। বাবা ঠিকা শ্রমিক। বিভিন্ন মিষ্টির দোকানে কিংবা…

7 hours ago

This website uses cookies.