উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের পাহাড়ের গা বেয়ে নেমে এল হিমবাহ। যার জেরে গোটা রাস্তা তুষারাবৃত হয়ে পড়েছে। ঝুঁকি এড়াতেই বৃহস্পতিবার ফের কেদারনাথ যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। চারধাম যাত্রার মাঝে এভাবে বারবার হিমবাহ নেমে এসে কেদারনাথ মন্দির যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পুণ্যার্থীরা।
বৃহস্পতিবার ভৈরবী ও কুবের হিমবাহ দুটির খানিক অংশ ভেঙে পড়েছে। বুধবারও এই দুটি হিমবাহ ভেঙে নীচে নেমে এসেছিল। কেদারনাথ মন্দিরের প্রায় ৫ কিলোমিটার নীচের রাস্তায় নেমে এসেছে হিমবাহের অংশবিশেষ যার ফলে কেদারনাথ মন্দির যাওয়ার ওই ৫ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যায়। সেই ঘটনার রেশ কাটিয়ে এদিন যাত্রা শুরু হতে না হতেই ২৪ ঘণ্টার মধ্যে বিকালে আবার ওই দুটি হিমবাহেরই খানিক অংশ ভেঙে নীচে রাস্তায় নেমে এসেছে। ঝুঁকি এড়াতেই পুণ্যার্থীদের যাত্রা আপাতত স্থগিত রেখেছে প্রশাসন।
এদিন বিকালে হিমবাহ ভেঙে পড়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছে উদ্ধারকারীররা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল পুণ্যার্থীদের উদ্ধার করে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছে।
তবে জেলা প্রশাসনের তরফে কেদারনাথ যাত্রীদের ট্রেক আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করা হলেও হেলিকপ্টার পরিষেবা চালু রয়েছে। পুণ্যার্থীরা চাইলে হেলিকপ্টারে কেদারনাথ যেতে পারবেন জেলা প্রশাসনের আধিকারিক জানিয়েছেন।