নয়াদিল্লি: গুঞ্জন ছিল। আইপিএলকে চ্যালেঞ্জ জানিয়ে আত্মপ্রকাশের অপেক্ষায় নাকি সৌদি আরবের গ্লোবাল টি২০ লিগ। ৪৫০০ কোটি টাকার বিশাল অঙ্ক বিনিয়োগ হবে এই লিগে। মূল স্পনসর সৌদি আরবের সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। অজি ক্রিকেট সংস্থার প্রাক্তন সদস্য নীল ম্যাক্সওয়েল যে লিগের নেপথ্যে।
বর্তমানে আইপিএলকে (ব্র্যান্ড ভ্যালু প্রায় ২৮ হাজার কোটি টাকা) ঘিরে আবর্তিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সৌদি গ্লোবাল লিগ শুরু হলে যে ছবিটা অনেকাংশে বদলাতে পারে। তারকাদের সৌদিমুখী করবে। ধারে-ভারে এগিয়ে থাকলেও চাপ বাড়বে আইপিএলেরও।
প্রাথমিক ভাবনা অনুসারে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার তো বছরে চারবার চারটি আলাদা দেশে এই লিগ অনুষ্ঠিত হবে। ফাইনাল সৌদি আরবে। আপাতত অপেক্ষা ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসি-র ছাড়পত্রের।