বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

Patna | গোয়া যেতে গিয়ে সোজা জঙ্গলে, সৌজন্যে গুগল ম্যাপ

শেষ আপডেট:

পাটনা: পথ হারাবেন বলে পথে নামেননি তাঁরা। তাঁরা শুধু চেয়েছিলেন সোজা পথে গোয়ায় যেতে। কিন্তু মাঝ রাস্তায় গুগল মানচিত্রকে ভরসা করে যে শেষে পথ হারিয়ে গভীর জঙ্গলে গিয়ে পড়তে হবে, কে জানত! বেশ কয়েক ঘণ্টা পর বিহারের ওই পর্যটক পরিবারকে উদ্ধার করে পুলিশ।

বিহার থেকে গোয়া যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিল ওই পরিবার। অনেকটা পথ, তাই পুরো রাস্তা চিনে যাওয়া সম্ভব নয়। এই কারণে গুগল ম্যাপই ছিল তাঁদের ভরসা। বেশ কিছুটা পথ যাওয়ার পর গুগল ম্যাপেই তাঁরা একটা শর্টকাট রাস্তা দেখতে পান। কম সময়ে গোয়া পৌঁছে যাওয়া যাবে এই আনন্দে সেই পথই বেছে নেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপের দেখানো পথে যেতে যেতে কর্ণাটকের বেলাগাভি জেলার খানাপুরের ভীমগড় জঙ্গল এলাকায় হারিয়ে যান সকলে। শিরোলি এবং হেম্মাদাগার কাছে এই জঙ্গলের রাস্তাই গোয়া যাওয়ার শর্টকাট হিসাবে দেখিয়েছিল গুগল। তাতে বিশ্বাস করেই পথ হারিয়ে ফেলে এই পরিবার। প্রথমে কেউই বুঝতে পারেনি যে তাঁরা হারিয়ে গিয়েছেন। একটা সময়ে যখন মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছিল না এবং জঙ্গলের পথও অমসৃণ হয়ে যাচ্ছিল, তখন তাঁরা বোঝেন, কিছু গণ্ডগোল হয়েছে।

দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধে, তারপর রাত আসে। অন্ধকারে পথ খুঁজে না পেয়ে সারারাত গাড়িতেই কাটাতে বাধ্য হন তাঁরা। ভোর হলে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন পরিবারের সদস্যরা। প্রায় ৪ কিলোমিটার ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার পর তাঁরা লক্ষ্য করেন মোবাইল টাওয়ার এসেছে। সঙ্গে সঙ্গে পুলিশের ইমার্জেন্সি নম্বরে ফোন করা হয়। কিছু সময়ের মধ্যে স্থানীয় পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।

Categories

Share post:

Popular

More like this
Related

Digital fraud | ডিজিটাল-শিকার! প্রায় ৩২ কোটি গায়েব মহিলার   

বেঙ্গালুরু: বিপুল পরিমাণ অর্থ ডিজিটাল প্রতারণায় খোয়ালেন বেঙ্গালুরুর এক...

New Delhi Blast | ‘বিরিয়ানি তৈরি, দাওয়াতের জন্য তৈরি হও’, দিল্লি বিস্ফোরণে সাংকেতিক বার্তার খোঁজ

নয়াদিল্লি: লালকেল্লার কাছে ১০ নভেম্বরের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে...

Terrorism | ‘জঙ্গি ও তাদের মদতদাতাদের রেয়াত করা হবে না’, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

নয়াদিল্লি: সন্ত্রাসবাদী ও তাদের আশ্রয়দাতাদের একই বন্ধনীতে রাখে ভারত।...

Gujarat | চলন্ত অবস্থায় আচমকাই অ্যাম্বুল্যান্সে আগুন! গুজরাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত সদ্যোজাত সহ ৪ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা গুজরাটে (Gujarat)। হাসপাতালে...