পাটনা: পথ হারাবেন বলে পথে নামেননি তাঁরা। তাঁরা শুধু চেয়েছিলেন সোজা পথে গোয়ায় যেতে। কিন্তু মাঝ রাস্তায় গুগল মানচিত্রকে ভরসা করে যে শেষে পথ হারিয়ে গভীর জঙ্গলে গিয়ে পড়তে হবে, কে জানত! বেশ কয়েক ঘণ্টা পর বিহারের ওই পর্যটক পরিবারকে উদ্ধার করে পুলিশ।
বিহার থেকে গোয়া যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিল ওই পরিবার। অনেকটা পথ, তাই পুরো রাস্তা চিনে যাওয়া সম্ভব নয়। এই কারণে গুগল ম্যাপই ছিল তাঁদের ভরসা। বেশ কিছুটা পথ যাওয়ার পর গুগল ম্যাপেই তাঁরা একটা শর্টকাট রাস্তা দেখতে পান। কম সময়ে গোয়া পৌঁছে যাওয়া যাবে এই আনন্দে সেই পথই বেছে নেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপের দেখানো পথে যেতে যেতে কর্ণাটকের বেলাগাভি জেলার খানাপুরের ভীমগড় জঙ্গল এলাকায় হারিয়ে যান সকলে। শিরোলি এবং হেম্মাদাগার কাছে এই জঙ্গলের রাস্তাই গোয়া যাওয়ার শর্টকাট হিসাবে দেখিয়েছিল গুগল। তাতে বিশ্বাস করেই পথ হারিয়ে ফেলে এই পরিবার। প্রথমে কেউই বুঝতে পারেনি যে তাঁরা হারিয়ে গিয়েছেন। একটা সময়ে যখন মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছিল না এবং জঙ্গলের পথও অমসৃণ হয়ে যাচ্ছিল, তখন তাঁরা বোঝেন, কিছু গণ্ডগোল হয়েছে।
দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধে, তারপর রাত আসে। অন্ধকারে পথ খুঁজে না পেয়ে সারারাত গাড়িতেই কাটাতে বাধ্য হন তাঁরা। ভোর হলে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন পরিবারের সদস্যরা। প্রায় ৪ কিলোমিটার ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার পর তাঁরা লক্ষ্য করেন মোবাইল টাওয়ার এসেছে। সঙ্গে সঙ্গে পুলিশের ইমার্জেন্সি নম্বরে ফোন করা হয়। কিছু সময়ের মধ্যে স্থানীয় পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।