সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Gorumara | হাতির পালের গতিবিধি জানতে দলপতিকে রেডিও কলার পরানোর ভাবনা

শেষ আপডেট:

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি : এবার হাতির পালের গতিবিধি জানতে দলটির দলপতিকে রেডিও কলার পরানোর চিন্তাভাবনা শুরু হল। গত সপ্তাহে জেলা শাসকের অফিসে জেলা প্রশাসন এবং গরুমারা বন্যপ্রাণ বিভাগের আধিকারিকদের মধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে মানুষ-হাতি সংঘাত এড়াতে এবং হাতির পালের গতিবিধি দ্রুত জানতে রেডিও কলার নিয়ে আলোচনা হয়। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, ‘ইতিমধ্যে চাপড়ামারি অভয়ারণ্যের এলিফ্যান্ট করিডরে দশটি হাতির পালের মধ্যে দলপতিকে রেডিও কলার পরিয়ে গতিবিধির খবরাখবর দ্রুত পাওয়া যাচ্ছে। আমরা বন দপ্তরে জেলা প্রশাসনের প্রস্তাব পাঠাচ্ছি। হাতির পালের মধ্যে দলপতিকে কীভাবে রেডিও কলার পরানো যায়, সেই ব্যবস্থা করা হবে।’

সম্প্রতি ডুয়ার্সে চাপড়ামারি অভয়ারণ্যে এলিফ্যান্ট করিডর ব্যবহার করে এমন ১০টি হাতির পালের মহিলা দলপতি হাতিকে রেডিও কলার পরিয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ। ডুয়ার্সে সাধারণত সাতটি এলিফ্যান্ট করিডর দিয়ে হাতির পাল জলদাপাড়া, বক্সা, বৈকুণ্ঠপুর এবং মহানন্দা অভয়ারণ্যের জঙ্গলে চলাচল করে। প্রতিটি হাতির পালে আটটি থেকে দশটি করে হাতি থাকে। কোনও ক্ষেত্রে ১৫-২০টি হাতিও থাকে। মর্দা হাতি ছাড়াও মা এবং শাবক থাকে। তবে প্রতিটি হাতির পালে একজন করে দলপতি থাকে। এবার বন দপ্তর এবং জেলা প্রশাসনের টার্গেট ওই দলপতিরাই। তাদের রেডিও কলার পরালে ট্রান্সমিটারের মাধ্যমে হাতির পালের গতিবিধি জানা যাবে। কখন কোন সময়ে দলটি রেললাইনে উঠছে, কখন লোকালয়ে ঢুকে পড়ছে, সবই জানা যাবে। এতে বন্যপ্রাণ বিভাগের ওয়াইল্ডলাইফ স্কোয়াডগুলি তৎক্ষণাৎ ঘটনাস্থলে যেতে পারবে। এবং হাতির পালকে জঙ্গলে ফিরিয়ে দিতে পারবে, জানালেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন।

ডুয়ার্সে মোরাঘাট, খুট্টিমারি, ডায়না, কলাবাড়ি, পানঝোরা, নিউ গ্লেনকো, চুনাভাটি, মোগলকাটা, গয়েরকাটা, রামশাই ইত্যাদি রুটে হাতির পাল চলাফেরা করে। তারা লোকালয়ে ঢুকে একদিকে জমির ফসল নষ্ট করে, অন্যদিকে ঘরবাড়িরও ক্ষতি করে। মাঝেমধ্যে প্রাণহানিও ঘটে হাতির আক্রমণে।

হাতির পাল লোকালয়ে ঢুকলে স্থানীয় কিউআরটির সদস্য এবং বনকর্মীরা হাতির পালকে জঙ্গলে ফেরান। স্থানীয় স্তরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাতির করিডরের খবরাখবর আদানপ্রদান করা হয়ে থাকে। এবার হাতির পালের মধ্যে কোনও হাতির গলায় রেডিও কলার পরানো থাকলে তাদের গতিবিধিতে নজর রাখতে আরও সুবিধা হবে।

একেকটি রেডিও কলার পরাতে খরচ হবে ১৫ থেকে ২০ লক্ষ টাকা। এই প্রকল্পে আর্থিক বন্দোবস্ত বন দপ্তর নিজে থেকে করবে নাকি জেলা প্রশাসন সহযোগিতা করবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) ধীমান বাড়ুই বললেন, ‘বন্যপ্রাণ বিভাগের সঙ্গে  আলোচনা হয়েছে। পুরো বিষয়টি গরুমারা  বন্যপ্রাণ বিভাগ দেখছে।’ বন দপ্তরে গরুমারা বন্যপ্রাণ বিভাগ থেকে প্রস্তাব পাঠানোর পর কী খবর আসে, সেদিকেই তাকিয়ে জেলা প্রশাসন ও গরুমারা বন্যপ্রাণ বিভাগ।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Balurghat | ফের জয়েন্ট বিডিও-র পরিচয় দিয়ে চাকরির টোপ, প্রতারণার শিকার বোল্লার যুবক   

বালুরঘাট: ফের বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও-র নামে প্রতারণার অভিযোগ।...

Tapan | সাধুকে আটকে রেখে শ্মশানের পাম্পমেশিন নিয়ে পালাল দুষ্কৃতীরা! বিক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীর

তপন: শ্মশানের কাজের দেখভালের দায়িত্বে থাকা এক সাধুকে আটকে...

Elephant attack | সীমান্ত পেরিয়ে ভুট্টাখেত তছনছ করল নেপালের হাতি, বড়সড়ো ক্ষতি চাষিদের  

কিশনগঞ্জ: জমিতে ফলেছে ভুট্টা। আর এই ভুট্টার লোভেই নেপালের...