শিলিগুড়ি: শিলিগুড়ির মেয়র গৌতম দেবের (Goutam Deb) নাম করে কাউন্সিলারদের কাছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজ করে টাকা চাওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। মঙ্গলবার সমস্ত কাউন্সিলারদের কাছে এরকম মেসেজ যায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে একে একে কাউন্সিলাররা মেয়রকে ফোন করে সমস্ত বিষয় জানান। বিরোধী দলের কাউন্সিলাররাও মেয়রকে ফোন করেন।
এরপর মেয়র তড়িঘড়ি সমস্ত বিষয়টি শিলিগুড়ি পুলিশ কমিশনারকে জানান। মেয়রের তরফে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানানো হয়। জানা গিয়েছে, এর আগে শহরের (Siliguri) পাঁচজন বোরো চেয়ারম্যানের নামেও এভাবে মেসেজ করে টাকা চাওয়া হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।