Thursday, July 4, 2024
HomeTop NewsNEET Controversy | ‘সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে’, নিট বিতর্কের মধ্যেই আশ্বাস...

NEET Controversy | ‘সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে’, নিট বিতর্কের মধ্যেই আশ্বাস শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিটের ফলাফল নিয়ে দেশ জুড়ে বিতর্ক (NEET Controversy) তুঙ্গে। অভিযোগ উঠেছে প্রশ্ন ফাঁস এবং ঢালাও নম্বর দেওয়ার। এই নিয়ে সুপ্রিম কোর্টেও (Supreme Court) করা হয়েছে একাধিক মামলা। তারপরই আজ ১৫৬৩ জন পরীক্ষার্থীর গ্রেস মার্কস বাতিলের সিদ্ধান্ত শীর্ষ আদালতকে জানায় কেন্দ্র। এরই মাঝে পড়ুয়া এবং অভিভাবকদের অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) দাবি, নিটে কোনও দুর্নীতি হয়নি। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

এদিন সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন শিক্ষামন্ত্রীকে নিট বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি চলছে। সরকার আদালতে জবাব দিতে প্রস্তুত। এই সুনির্দিষ্ট বিষয়টির বিবেচনায় শিক্ষাবিদদের একটি কমিটি গঠন করা হয়েছে।’ পাশাপাশি কোনও পড়ুয়ার প্রতি অন্যায় হবে না বলেও প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, এবছর নিটে প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। তারপরই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পরীক্ষার্থীদের একাংশ। সঙ্গে সরব হয়েছে বিরোধী দলগুলিও। তবে নিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও কাউন্সেলিংয়ে এখনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। এরই মাঝে গ্রেস মার্কস বাতিল হলেও পুনরায় পরীক্ষা বসার বিকল্প সুযোগ দেওয়া করে দেওয়া হয়েছে ওই পরীক্ষার্থীদের জন্য। আগামী ২৩ জুন ফের ১৫৬৩ জন পড়ুয়াকে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ৩০ জুন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

UK Election 2024 | ১৪ বছরের কনজারভেটিভ সরকারের অবসান আসন্ন! প্রধানমন্ত্রীর কুর্সিতে ফিরতে পারবেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোটপর্ব শুরু হয়েছে ব্রিটেনে (UK Election 2024)। এদিন স্থানীয় সময় সকাল ৭টায় (ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা) শুরু হয়েছে...

NJP | এনজেপির জল-দুর্ভোগ মেটাতে রেলকে চিঠি পদ্ম বিধায়কের

0
সানি সরকার, শিলিগুড়ি: কোথাও হাঁটুজল, কোথাও আবার তার চেয়ে বেশি। ফলে নিউ জলপাইগুড়ি জংশনে (NJP) পা রেখে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। যাঁরা ট্রেন...

Ram Mandir | রাম মন্দিরের পুরোহিতদের গেরুয়া পরা নিষেধ! পোশাক নিয়ে নয়া ফতোয়া কর্তৃপক্ষের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir) পুরোহিতেরা আর পরতে পারবেন না গেরুয়া রঙের পোশাক। তার বদলে পুরোহিতেরা পরবেন হলুদ রঙের পোশাক। শুধু...

Landslide | বিড়িকধারার পর বিপন্ন মেল্লিবাজার, ধসে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ

0
শিলিগুড়ি: বিড়িকধারার পর এবার মেল্লিবাজার, ভূমিধস অব্যাহত। বুধবার ওই এলাকায় ভূমিধসে রাস্তার একাংশ ভেঙে তিস্তায় মিশে গিয়েছে। প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস নামা যথারীতি...

Fire | ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি, পুড়ে ছাই আসবাবপত্র

0
বক্সিরহাট: বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের(Fire) জেরে ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ইঞ্জিন(Fire Brigade)। যদিও ততক্ষণে ঘরে থাকা সমস্ত...

Most Popular