উত্তরবঙ্গ

বেহাল রাস্তা, আবাসনে যেতে হোঁচট খান সরকারি কর্মীরা

আলিপুরদুয়ার: সাধারণ মানুষ প্রতিদিনই প্রায় হোঁচট খায়, শহরের বুকে এমন রাস্তা তো অনেক রয়েছে। আবার এমন কিছু রাস্তা রয়েছে যেখানে হোঁচট খেতে হয় সরকারি কর্মীদেরও। কথা হচ্ছে আলিপুরদুয়ার শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেলতলায় সরকারি আবাসনে যাওয়ার রাস্তা নিয়ে। দীর্ঘদিন ধরে পিলখানা যাওয়ার ওই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিন থেকে। পুরসভার নতুন কাউন্সিলর হওয়ার পর রাস্তার হাল ফিরবে বলে আশা থাকলেও সেটা পূরণ হয়নি।

পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিতালী মজুমদারের বক্তব্য, ‘ওয়ার্ডের বিভিন্ন রাস্তা খারাপ হয়ে আছে। আগে কাজ না হওয়ায় অনেক কাজ করতে হবে আমাদের। দেড় বছর হয়েছে কাউন্সিলর হয়েছি। এরমধ্যেই কিছু কাজ করেছি। ওই রাস্তা সংস্কার করার পরিকল্পনা রয়েছে। পুরসভা থেকে ফান্ড পাওয়া যায় কি না সেটাই দেখার।’ পুরসভায় ফান্ড কম থাকা যে রাস্তার কাজ করতে গেলে বড় সমস্যা হচ্ছে সেটা পুরসভার অনেক কাউন্সিলারই মানছেন। ওয়ার্ডের বাসিন্দাদের যে সমস্যা মেটাতে সমস্যা হচ্ছে সেটাও বলতে শোনা যাচ্ছে। অন্য ফান্ড থেকে যেন রাস্তা সংস্কার করা হয় সেটার দিকে চেয়ে আছেন অনেক কাউন্সিলর। এই যেমন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্তব্য করেন, জেলা প্রশাসনের অন্য ফান্ড থেকে ওই রাস্তা সংস্কার করলে সুবিধা হয়।

বেলতলা এলাকার ওই সরকারি আবাসনে অনেক সরকারি কর্মী পরিবার নিয়ে থাকেন। অনেক সরকারি আধিকারিক আবার ওই এলাকায় বাড়ি ভাড়াও নিয়েছেন। ভাঙা রাস্তা ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গেই সরকারি কর্মীদেরও মাথা ব্যথার কারণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের কথায়, ‘শহরের ভিতরের এই রাস্তাগুলো পুরসভার আওতায়। রাস্তা সংস্কার করার কাজও পুরসভার। পুরসভা থেকে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না দীর্ঘদিন থেকে।’ অন্যদিকে, সরকারি কর্মীদের সঙ্গে এক মত এলাকার সাধারণ মানুষও। এবিষয়ে ওই এলাকার বাসিন্দা সাগ্নিক দাস বলেন, ‘ওয়ার্ডের বিভিন্ন রাস্তা খারাপ। এই রাস্তা খারাপ দেখে ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি কাজ হবে, কেননা অনেক সরকারি আধিকারিক এই জায়গায় থাকে। তবে সেটাও হল না।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Darjeeling | পাহাড়ে গিজগিজে ভিড়, সুযোগ বুঝে চড়া ভাড়া!

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্বস্তি নেই উত্তরেও। শরীরটাকে তাই ‘কুল’ রাখতে পাহাড়মুখী হচ্ছে…

4 mins ago

Kareena Kapoor | নতুন দায়িত্বে সইফ ঘরনি! ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor)। বলিউডে (Bollywood)…

6 mins ago

Siliguri | সাত বছর ধরে প্রতারণা! কোটি কোটি টাকা নিয়ে ধৃত হিসেব রক্ষক

শিলিগুড়ি: সাত বছর ধরে শোরুমের হিসেব রক্ষকের দায়িত্বে ছিলেন। ব্যাংক স্টেটমেন্টও প্রতিমাসে পৌঁছে দিতেন মালিকের…

8 mins ago

MJN Medical College | নার্সকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, এমজেএন মেডিকেলে হুলুস্থুল

কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে (MJN Medical College) এক নার্সকে মারধরের অভিযোগ উঠল চিকিৎসকের…

22 mins ago

ISL Final | আজ আইএসএল ফাইনাল, মুখোমুখি মোহনবাগান-মুম্বই

কলকাতা: শনিবার অর্থাৎ আজ আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি।…

54 mins ago

Mamata Banerjee | ‘সন্দেশখালি নিয়ে ভালো নাটক করেছে’, বিজেপিকে বিঁধলেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিডিটাল ডেস্ক: ‘সন্দেশখালি নিয়ে ভালো নাটক করেছে’, এভাবেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

1 hour ago

This website uses cookies.