Saturday, April 20, 2024
HomeBreaking News১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, তীব্র আপত্তি রাজ্যের

১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, তীব্র আপত্তি রাজ্যের

কলকাতা: উপাচার্য নিয়োগ নিয়ে এবার চরমে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত। অভিযোগ, শিক্ষা দপ্তরের সঙ্গে কোনও আলোচনা না করেই ১০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। বিষয়টি নিয়ে টুইটারে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর বক্তব্য, এটা বেআইনি। আইনি পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সূত্রের খবর, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে। উপাচার্য নিয়োগ নিয়ে বুধবার রাজভবনে একটি বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকের পর বৃহস্পতিবার উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, উপাচার্য নিয়োগের জন্য রাজ্য সরকারের সার্চ কমিটি রয়েছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী উপাচার্য নিয়োগ করাই রীতি। অভিযোগ, এক্ষেত্রে তেমনটা হয়নি। রাজ্যপাল একতরফাভাবে উপাচার্য নিয়োগ করেছেন। যা নিয়ে ফের শুরু হয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিস্ফোরক টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে মাননীয় রাজ্যপাল আজ আবার ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছেন। এই নিযুক্তি দপ্তরের সঙ্গে কোনও আলোচনা ব্যতিরেকে করা হল, যা বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী এবং বেআইনি।’

সেই সঙ্গে ব্রাত্য আরও লিখেছেন, ‘এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নিচ্ছি ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে। বেআইনিভাবে নবনিযুক্ত মাননীয় উপাচার্যদের সকলকে উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সসম্মান অনুরোধ থাকবে যে, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন।’ এখন রাজ্য সরকার এবিষয়ে কী পদক্ষেপ করে, সেটাই দেখার।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bison | সাতসকালে মাথাভাঙ্গায় বাইসন হানা, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বুনোকে জঙ্গলে ফেরালো বনকর্মীরা...

0
মাথাভাঙ্গাঃ ফের মাথাভাঙ্গা ব্লকে হানা দিল বাইসন। শনিবার সকালে বাইসনের হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা শহরে। এদিন সকালে পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় বাইসনটিকে প্রথম...

সাধারণের স্কুল আজ ছুটির স্কুলে পরিণত

0
বিদ্যুৎ রাজগুরু লিও টলস্টয় বলেছিলেন, ‘মানুষের অজ্ঞানতার মধ্যে সরকারের শক্তি নিহিত রয়েছে সরকার সেটা জানে। সেজন্য সরকার সত্যিকারের জ্ঞান চর্চার বিরোধিতা করে।’ সেই সংস্কৃতি...

ফেক নিউজ শিল্পে সব পার্টি সমান

0
রূপায়ণ ভট্টাচার্য লতা মঙ্গেশকর, এই জাতীয় কথায় আপনি একদা ভারত-মাতানো গান গেয়েছিলেন ‘ববি’ ছবিতে। তবে ঝুট বলে আর কউয়া কাটে না এ দেশে। হৃষীকেশ মুখার্জি,...

Odisha | ওডিশায় মহানদীতে নৌকাডুবি, মৃত ৪ নিখোঁজ বহু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ওডিশায় মহানদীতে নৌকাডুবি। ঘটনায় নদীতে ডুবে মৃত্যু হল চার জনের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায়।...

গণতন্ত্রের ব্যাকরণটা ঘেঁটে যাচ্ছে নির্বাচনে

0
গৌতম সরকার উশখুশ শুরু হয়ে গিয়েছে। অন্য কথা ভালো লাগে না কারও। কিছু বললে একই প্রশ্ন ঘুরে-ফিরে আসে, দাদা, হবেটা কী? মানে কোন দল...

Most Popular