Top News

CV Ananda Bose | শ্লীলতাহানি কাণ্ডের জের! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়াকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। বলেন, ‘আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তোলেন, তাঁকে ভুগতে হবে।’

এদিন রাজ্যপাল (CV Ananda Bose) উত্তরবঙ্গে তড়িঘড়ি ছুটে এসেছিলেন চোপড়ার নির্যাতিতা এবং মাথাভাঙার নির্যাতিতার সঙ্গে দেখা করার জন্য। পরে তাঁর নির্ধারিত কর্মসূচির বদল ঘটে। শিলিগুড়ি সার্কিট হাউজে মাথাভাঙার নির্যাতিতাকে ডাকা হয়। তাঁর সঙ্গে কথা বলেন সি ভি আনন্দ বোস। চোপড়ার নির্যাতিতার সঙ্গে তাঁর দেখা হয় নি। তবে ফোনে ওই নির্যাতিতদের কথা বলেছেন। এরপর সংবাদমাধ্যমের সামনে তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমার আত্মসম্মানে আঘাত লাগে, এমন কোনও মন্তব্য যদি কেউ করে থাকেন, তাহলে তাঁকে তাঁর পরিণতি ভুগতে হবে।’

এরপর নাম না করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘তিনি আমার প্রশাসনিক সহকর্মী। কিন্তু তিনি এক্ষেত্রে দোষী। যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না, সেই সমাজ সভ্যসমাজ বলে গণ্য হয় না। সরকার সমর্থিত হিংসা চলছে রাজ্যে। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।’

উল্লেখ্য, রাজভবনে এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল এই অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য। সেই ঘটনার কিছুদিনের মাথায় দিল্লিতে নিয়ে গিয়ে এক নৃত্যশিল্পীকে ধর্ষণেরও অভিযোগ ওঠে সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে আসরে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শিবির। রাজ্যপালের এমন কর্মকাণ্ড সামনে আসার ফলে এখনও শপথ আটকে রয়েছে তৃণমূলের (TMC) দুই বিধায়কের। তবে এতদিন রাজ্যপাল এই সব অভিযোগ নিয়ে সেভাবে মুখ খোলেননি। তবে চোপড়া, মাথাভাঙ্গা, ফুলবাড়ি একের পর এক ঘটনা সামনে আসতেই ফের সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে রাজ্যপালকে। এবার তার রেশ এতদূর পৌঁছবে তা আন্দাজ করতে পারেনি জোড়া ফুল শিবির।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

দুপুরের ভোজে ডিম-আলু দিয়ে বানাতে পারেন পাতুরি, জানুন রেসিপি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির হেঁশেলে সাধারণত ইলিশ, চিংড়ি, মুরগি বাঁ মাছের তেলের পাতুরি হয়ে…

2 mins ago

Fulbari | অফিস থেকে থেকে তথ্য লোপাটের অভিযোগ, শোরগোল পঞ্চায়েতে

শিলিগুড়ি: গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তথ্য লোপাটের অভিযোগ। অভিযোগের আঙুল ফুলবাড়ি-১ (Fulbari) গ্রাম পঞ্চায়েত সদ্য…

6 mins ago

WB Assembly | শপথ জট কাটাতে বিকল্প ভাবনা স্পিকারের, শুক্রে বিধানসভায় বিশেষ অধিবেশনের ডাক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য জয়ী দুই বিধায়কের শপথ জট কাটার সম্ভাবনা নিয়ে শুক্রবার বিধানসভায়…

16 mins ago

Narendra Modi বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গে বাসভবনে দেখা করলেন মোদি, জমল আড্ডা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী…

29 mins ago

Bihar | বিহারে সেতু বিপর্যয় অব্যাহত, গত ১৭ দিনে ভাঙল ১২টি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিহারে (Bihar) সেতু বিপর্যয় অব্যাহত। বৃহস্পতিবার বিহারের সারান জেলায়…

33 mins ago

Chanchal | অভিযোগ জানিয়েও পাকা হয়নি রাস্তা, হাঁটু সমান জল-কাদায় সমস্যায় এলাকাবাসী

সামসী: চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের চণ্ডিপুরঘাট থেকে জানিপুর পর্যন্ত ২ কিমি রাস্তা বেহাল। বর্তমানে…

39 mins ago

This website uses cookies.