Govinda | সময় নষ্ট করছেন গোবিন্দা! স্বামীকে নিয়ে কেন এমন বললেন সুনীতা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটা সময়ে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। কিন্তু বহু বছর ধরেই বড় পর্দায় খুব একটা দেখা যায় না অভিনেতা গোবিন্দাকে (Govinda)। এদিকে, তাঁর সমসাময়িক অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টিরা সিনেমা বা ওটিটিতে অভিনয় করে চলেছেন। গোবিন্দা কেন বড় পর্দায় কোনও কাজ করছেন না, তা নিয়ে এবার মুখ খুললেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। সুনীতার দাবি, গোবিন্দার এভাবে বাড়িতে বসে সময় নষ্ট করা মোটেই উচিত নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা বলেছেন, ‘আমি সবসময় গোবিন্দাকে বলি, তুমি একজন কিংবদন্তি অভিনেতা। তুমি নব্বইয়ের দশকে ইন্ডাস্ট্রির রাজা ছিলে। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা তোমার গানে নাচে। আমি গোবিন্দাকে সবসময় বলি একটু ভালো বন্ধুদের সঙ্গে ওঠাবসা করো। তোমার মতো কিংবদন্তি কেন বাড়িতে বসে থাকবে? তোমার বয়সি অভিনেতারা এত কাজ করছেন, যার মধ্যে অনিল কাপুর, সুনীল শেট্টি এবং জ্যাকি শ্রফও আছেন। তুমি কেন কাজ করো না?’ সুনীতে জানিয়েছেন, তাঁদের ছেলেমেয়েরাও ফের গোবিন্দাকে বড় পর্দায় দেখতে চায়। তবে কাজের প্রতি গোবিন্দার উদাসীনতার জন্য অভিনেতার বন্ধুসঙ্গকেই দায়ী করেছেন তাঁর স্ত্রী। সেই সঙ্গে তাঁর মতে, গোবিন্দাকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়া দরকার।

প্রসঙ্গত, বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও বারবার খবরের শিরোনামে উঠে এসেছে গোবিন্দার নাম। প্রথমে নিজের রিভলবার থেকেই অসাবধানতাবশত গুলি ছিটকে তাঁর পায়ে লাগে। তারপর আবার শোনা গিয়েছিল, গোবিন্দা এবং সুনীতার দাম্পত্যে চিড় ধরেছে। জল্পনা ছিল, এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন অভিনেতা। যে কারণে সুনীতাও নাকি এখন সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এমনকি সুনীতা বিচ্ছেদের আবেদন করেছেন বলেও শোনা যাচ্ছিল। যদিও পরবর্তীতে সুনীতার আইনজীবী সেসব দাবি উড়িয়ে জানিয়েছিলেন, বিচ্ছেদের কোনও প্রশ্নই নেই এখানে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Puja Banerjee | অপহরণ করে আটকে টাকা আদায়! পূজা-কুণালের বিরুদ্ধে বড় অভিযোগ প্রযোজকের স্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja...

Hina Khan | সদ্য বিয়ে সেরেছেন, এবার আচমকাই রিসেপশন বাতিল করলেন হিনা! কেন এই সিদ্ধান্ত অভিনেত্রীর?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ৪ জুন দীর্ঘদিনের প্রেমিক...

Ahmedabad Plane Crash | ‘হে ভগবান…’, আহমেদাবাদের ঘটনায় শোকপ্রকাশ অমিতাভের, কী লিখলেন বিগ-বি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের (Ahmedabad Plane Crash) ঘটনার...

Sunjay Kapur | পোলো খেলতে গিয়ে মৃত্যু করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর, ৫৩-তেই থামল সঞ্জয়ের যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন করিশ্মা কাপুরের প্রাক্তন...