উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা গোবিন্দা গুলিবিদ্ধ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মোতাবেক, মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হন বলিউড তারকা। নিজের রিভলবার থেকেই গুলি ছিটকে তাঁর পায়ে লাগে। যার জেরে প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। গোবিন্দাকে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা।
বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং একটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে লাইসেন্সড রিভলবারটি তিনি তুলে রাখতে যান। আচমকাই হাত থেকে মাটিতে পড়ে গেলে বন্দুক থেকে গুলি ছিটকে ওঁর পায়ে লাগে।’ তাঁর সংযোজন, ‘চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভালো আছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।’