ঘোকসাডাঙ্গা: প্রায় একমাস থেকে বিজেপির দখলে থাকা ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘরে তালা ঝুলছে। প্রধান অফিসে না আসায় প্রধানের চেম্বারে তালা ঝুলিয়েছে তৃণমূল। প্রধান ছাড়াই চলছে অফিস। আর বিভিন্ন কাগজে প্রধানের সই সহ নানা কাজে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষকে। সোমবার গ্রাম পঞ্চায়েত অফিসে বেশ কয়েকজন প্রধানের সইয়ের প্রয়োজনে যান। প্রধানকে না পেয়ে পঞ্চায়েত অফিসের কর্মীদের বের করে তালা ঝুলিয়ে দেন দুজন। খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ সেখানে গিয়ে তালা খোলে। এরপর কর্মীরা ফের কার্যালয়ে প্রবেশ করে কাজকর্ম শুরু করেন। সরকারি সম্পত্তিতে তালা মারার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, লোকসভা ভোটের পর থেকেই বিজেপির দখলে থাকা মাথাভাঙ্গা-২ ব্লকের ঘোকসাডাঙ্গা, লতাপাতা, রুইডাঙ্গা, পারডুবি, বড়শৌলমারি, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা অফিসে আসেন না। আর এই অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্ব ঘোকসাডাঙ্গা, লতাপাতা সহ বেশকিছু গ্রাম পঞ্চায়েতে প্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেয়। এভাবেই চলছে গ্রাম পঞ্চায়েত কার্যালয়। শংসাপত্র, বাইরে চাকরির জন্য স্থায়ী বাসিন্দার শংসাপত্র সহ বিভিন্ন জরুরি কাজে প্রধানের শংসাপত্র আবশ্যক। প্রধানের বাড়িতে গিয়েও দেখা মিলছে না তাঁর। তাতেই সমস্যায় পড়েছেন অনেকে। এব্যাপারে ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা দেবনাথের সঙ্গে বারবার মোবাইলে যোগাযোগ করা হলেও ফোন না তোলায় তার প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ জানিয়েছে, সরকারি সম্পত্তিতে এভাবে কর্মীদের বের করে তালা মারা ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।