কলকাতা: কলকাতা হাইকোর্টের অনুমতিতে শর্তসাপেক্ষে গত ৬ মে ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মিছিল করেছিলেন। এবার বিচারপতি রাজাশেখর মান্থা গ্রুপ ডি চাকরিপ্রার্থীদেরও সেই তল্লাটে মিছিল করার অনুমতি দিলেন। তবে এই মিছিল হবে অন্যরকমভাবে। আদালতে চাকরিপ্রার্থীরা সন্ধেবেলা হ্যারিকেন নিয়ে মিছিল করতে চেয়েছিলেন। তাতে সায় দিয়েছেন বিচারপতি। আগামী ১৭ মে এই মিছিল হবে। সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত সেখানে গ্রুপ ডি আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিয়েছে আদালত। মিছিলকারীদের হাতে থাকবে হ্যারিকেন।
আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য সরকার তাঁদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে। তাই সেই হ্যারিকেন নিয়েই প্রতিবাদ জানাবেন তাঁরা। মিছিলের রুটও বলে দিয়েছে আদালত। মিছিল শুরু হবে শহিদ মিনার ময়দান থেকে। তা জওহরলাল নেহরু রোড ধরে এক্সাইড হয়ে হাজরা মোড়ে পৌঁছোবে। হাজরা দিয়ে তা হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট থানার সামনে গিয়ে শেষ হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।