চালসা: অবশেষে ইনডং নদীর ভাঙন রুখতে কংক্রিটের গার্ডওয়াল তৈরি হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের বাতাবাড়ি খালপাড়া এলাকায় ওই গার্ডওয়াল তৈরি করা হয়েছে। প্রতি বর্ষায় ওই এলাকায় ইনডং নদীর ব্যাপক ভাঙন হয়। শেষ বর্ষায় ওই এলাকায় বাঁধ ভেঙে গিয়ে বহু কৃষিজমিও নষ্ট হয়েছে। ওই সময় বাঁশ ও বস্তা দিয়ে ভাঙন আটকানোর চেষ্টা হলেও কাজ হয়নি। নদীর ভাঙনে বাসিন্দাদের যাতায়াতের প্রধান রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল ওই এলাকায় নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা করার। অবশেষে সেই দাবি মেনে মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের ফিফটিন ফাইন্যান্স প্রকল্প থেকে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ওই গার্ডওয়াল তৈরি করা হয়। কিন্তু গার্ডওয়ালের একপাশ এখনও গর্ত হয়ে আছে। গ্রাম পঞ্চায়েতের তরফে ওই গর্ত মাটি দিয়ে ভরাট করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ শিবরাত্রিতে ঠাকুরগঞ্জের হরগৌরী শিব মন্দিরে উপচে পড়া ভিড়