উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টিল প্ল্যান্টে (Steel Plant) বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। মৃত্যু হল ৪ শ্রমিকের (Workers)। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গুজরাটের (Gujarat) সুরাটে (Surat) একটি স্টিল প্ল্যান্টে ঘটনাটি ঘটে।
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তাতে, কারখানার মধ্যে কাজ চলাকালীন জ্বলন্ত কয়লা কোনওভাবে ছড়িয়ে পড়ে। যার ফলেই এই অগ্নিকাণ্ড। পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে জ্বলন্ত কয়লার কথা বলা হলেও, সংস্থার আর এক কর্তা জানান, কোনও যান্ত্রিক সমস্যার জেরে এই আগুন লেগে থাকতে পারে।
দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে সংস্থার তরফে। যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে. তাঁদের পরিবারকে সমস্তরকম সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশের (Police) পাশাপাশি সংস্থার তরফেও তদন্ত করা হচ্ছে।