উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তন্ত্রসাধনার নাম করে তুতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। গুজরাটের (Gujarat) সুরাটের (Surat) ঘটনা। ঘটনার কথা সামনে আসতেই অভিযুক্তকে গণধোলাই দিলেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই তান্ত্রিক নিজের তুতো ভাইকে জানিয়েছিল, ভাগ্য ফিরে পেতে গেলে বাড়িতে কিছু তান্ত্রিক আচার করতে হবে। সেই কথায় বিশ্বাস করে তাঁর প্রস্তাবে রাজি হন ব্যক্তি। সেইমতো তন্ত্রসাধনার নামে ওই ব্যক্তির বাড়িতে বেশ কিছুদিন ধরে ছিলেন অভিযুক্ত। অভিযোগ, তন্ত্রসাধনার নাম করে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত। এরপর সেখান থেকে পালিয়ে যায়। তবে ঘটনার কথা জানতে পেরে অভিযুক্তকে খুঁজে বের করে রীতিমতো গণপিটুনি দেন স্থানীয়রা। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযুক্তর বিরুদ্ধে গত ১০ মার্চ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার স্বামী। সেইমতো গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।