নয়াদিল্লি: বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে প্রথমবার সোনা জিতে মঙ্গলবার দেশে ফিরেছেন ডোম্মারাজু গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানানন্দ, অর্জুন এরিগাইসি, রমেশবাবু বৈশালীরা। বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সোনাজয়ী পুরুষ ও মহিলা ভারতীয় দলের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে গুকেশ, প্রজ্ঞাদের থেকে সোনাজয়ের অভিজ্ঞতা জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সামনে দাবাও খেলেন প্রজ্ঞা ও অর্জুন।
অলিম্পিয়াডে ভারতের সোনাজয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল চেন্নাইয়ের ১৮ বছরের গুকেশের। জোড়া সোনা জয়ের পর দাবার বিশ্বে ভারতকে নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। যে প্রসঙ্গে এদিনের অনুষ্ঠানে গুকেশ বলেছেন, ‘চেন্নাইয়ে গতবার আমরা সোনা জয়ের খুব কাছে ছিলাম। কিন্তু প্রত্যাশিত সাফল্য আসেনি। তাই এবার আমরা বাড়তি উদ্যমে নেমেছিলাম। জোড়া সোনা জিতে বিশ্বকে দেখিয়ে দিলাম, ভারত এখন দাবায় সুপারপাওয়ার।’
গত বছর আজারবাইজানে সতীর্থ অর্জুনকে হারিয়ে ভুগার গাসিমভ মেমোরিয়াল চেস সুপার টুর্নামেন্ট জিতেছিলেন ভিদিত গুজরাটি। সেই খেতাব রক্ষা করতে মঙ্গলবারই আজারবাইজানের রাজধানী বাকু পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছে জানতে পারেন, বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে অলিম্পিয়াডে সোনাজয়ী দলকে সংবর্ধনা দেওয়া হবে। তাই টুর্নামেন্টে না নেমে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন ভিদিত। এদিনের অনুষ্ঠানে সোনাজয়ী দলের সদস্য ভিদিত বলেছেন, ‘চিনের সঙ্গে খেলা চলছিল। প্রথম ম্যাচ ড্র হয়। কিছুটা চাপে ছিলাম আমরা। সেই সময় আমি জিমে ছিলাম। জানতে পারি, প্রজ্ঞা চতুর্থ ম্যাচে ভালো খেলছে। তাই জিমে থাকারই সিদ্ধান্ত নেই। প্রজ্ঞার জন্যই সেদিন দুই ঘণ্টা জিম করতে পেরেছি।’
এদিনের অনুষ্ঠানে পুরুষ ও মহিলা দলের প্রত্যেক সদস্যকে ২৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় চেস ফেডারেশন। দুই দলের কোচ অভিজিৎ কুন্তে ও শ্রীনাথ নারায়ণনকে ১৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।